IND vs NZ 2nd T20: মাথা ঠাণ্ডা রেখে কাজটা করে গেলেন সূর্য। এবার আসা যাক, ঈশানের কথায়। তাঁর অফ ফর্ম নিয়েও অনেক কথা উঠেছে।

IND vs NZ 2nd T20: দুরন্ত জয়। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার, ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চলতি টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় হাসিল করে টিম ইন্ডিয়া (ind vs nz t20 series)। 

দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং অপরজন ঈশান কিষাণ

এই নিয়ে পরপর দুটি ম্যাচ জিতে, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত (ind vs nz t20 2026)। আর এই জয়ের নেপথ্যে যে দুই তারকা রয়েছেন, তাদের নিয়ে একটা সময় সমালোচনা কম হয়নি। কিন্তু তারাই এবার নিজেদের প্রমাণ করলেন। একজন হলেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং অপরজন ঈশান কিষাণ। 

কেন অধিনায়কের ব্যাটে রান আসছে না? তা নিয়ে বিস্তর আলোচনা চলছিল। তার উপর সামনেই যেখানে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। সেই জায়গায় দাঁড়িয়েও, মাথা ঠাণ্ডা রেখে কাজটা করে গেলেন সূর্য। এবার আসা যাক, ঈশানের কথায়। তাঁর অফ ফর্ম নিয়েও অনেক কথা উঠেছে। কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফি এবং বিজয় হাজারেতে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ঈশান কিষাণকে বিশ্বকাপ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে সুযোগ দেন নির্বাচকরা। 

কী বললেন সূর্য-ঈশান?

তবে প্রথম ম্যাচে অতটা ভালো খেলতে না পারলেও, দ্বিতীয় ম্যাচে জাত চেনালেন তিনি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, কঠিন জায়গা থেকে জয় ছিনিয়ে আনলেন তারা। কারণ, একটা সময় ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৬ রান। সেই জায়গা থেকে টিম ইন্ডিয়াকে জয় এনে দিলেন সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০৯ রান তাড়া করতে নেমে, মাত্র ১৫.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত। অধিনায়ক সূর্যের ঝুলিতে ৩৭ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস এবং দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। স্ট্রাইক রেট ২২১.৬২। যে ইনিংসে ছিল ৯টি চার এবং ৪টি ছয়। ম্যাচের পর সূর্যকুমার জানালেন, "আমি আগেও বলেছি যে, নেটে খুব ভালো ব্যাট করছিলাম। গত ২-৩ সপ্তাহ আমি বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কাটিয়েছি। তাই মনও ভালো আছে এবং খেলাটা উপভোগ করছি। আসলে একটা বড় রানের দরকার ছিল। সেটা এই ম্যাচে থেকেই এল।”

অপরদিকে, ঈশান কিষাণের সংগ্রহে ৩২ বলে ৭৬ রান। স্ট্রাইক রেট ২৩৭.৫০। তাঁর ইনিংসে ছিল ১১টি চার এবং ৪টি ছয়। ম্যাচের পর ঈশান বলেন, “আমি নিজের ইচ্ছায় ঘরোয়া ক্রিকেটে ফিরে এসেছি। সবসময়, নিজেকে তৈরি রাখার চেষ্টা করেছি। কারণ, রান করলে আত্মবিশ্বাস বাড়ে। আর আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। নিজের রাজ্যকে চ্যাম্পিয়ন করতে পেরেছি এবং ভালো খেলার পুরস্কারও পেয়েছি।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।