প্রত্যাবর্তনেই চমকে দিলেন নিরজ চোপড়া। মাঝে কনুইয়ের চোটের জন্য খেলার থেকে দূরে ছিলেন বেশ কিছু দিন। একসময় সন্দেহ ছিল অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে মাঠে নামতে পারবেন না। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন। অ্যাথলেটিক্স সেন্ট্রাল নর্থ ইস্ট মিটিংয়ে জ্যাভলিন হাতে নামেন। সকলকে চমকে দিয়ে তার জ্যাভলিন মাটি স্পর্শ করে ৮৭.৮৬ মিটার দূরত্বে। এই থ্রোয়ের সাথে সাথে টোকিও অলিম্পিকসের জন্য যোগ্যতা অর্জন করলো নিরজ।
প্রায় এক মাস আগে জন্মদিন ছিল। সেই সময়ও তিনি ভাবতে পারেননি যে টোকিও অলিম্পিকসের জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন, জানিয়েছেন নিরজ। এবার অলিম্পিক থেকে পদক আনাই তার প্রধান লক্ষ্য হতে চলেছে জানিয়েছেন তিনি। হরিয়ানার পানিপথ ডিস্ট্রিক্টর খান্দ্রা গ্রামে জন্মেছিলেন তিনি। বর্তমানে তিনি ভারতীয় সেনার জুনিয়র কমিশনেড অফিসার পদে রয়েছেন।
এর আগে জাকার্তায় ২০১৮ এশিয়ান গেমসেও তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন। সেখানে তিনি ৮৮.০৮ মিটারের জাতীয় রেকর্ড তৈরি করে সোনা যেতেন। ২০১৮ কমনওয়েলথ গেমসেও তিনি স্বর্ণপদক জিতেছিলেন।