Novak Djokovic: অবশেষে কাটল জট, অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন নোভাক জোকোভিচ

অবশেষে নোভাক জোকোভিচকে (Novak Djokovic) নিয়ে কাটল জট। অস্ট্রেলিয়ান ওপেন ২০২২ (Australian Open 2022) -এ খেলা নিয়ে থাকল না কোনও অনিশ্চিয়তা। প্রতিযোগিতার শীর্ষ বাছাই হিসেবেই খেলবেন বিশ্বের পয়লা নম্বর টেনিস ( No.1 Tennis Player)তারকা। 
 

নতুন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) খেলার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পা দেওয়ার পর থেকেই নানা ঝামেলায় জড়িয়েছেন বিশ্বের পয়লা নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ (Novak Djokovic)। কোভিড টিকা না নেওয়ায় ভিসা বাতিল থেকে শুরু করে অস্ট্রেলিয়া সরকারে (Australia Government) বিরুদ্ধে আইনি লড়াই। সেই লড়াইয়ে জিতলেও, অস্ট্রেলিয়া ওপেনে খেলা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছিল জোকারের। কারণ অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হকের দফতর থেকে জানানো হয়েছে, জকোভিচের ভিসা এখনও বাতিল করা যায় কি না, সেই চেষ্টা চালাচ্ছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটল। নতুন করে আর কোনও সমস্যা না তৈরি হলে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2022) খেলতে বাধা নেই সার্বিয়ান টেনিস তারকার। 

নোভাক জোকোভিচ  অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন কিনা তা নিশ্চিৎ করার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করছিল আয়োজকরা। দুপুক ৩টের সময় ড্র হওয়ার কথাছিল প্রতিযোগিতার।  কিন্তু জোকোভিচ খেলবেন কি না সেই বিষয়ে নিশ্চয়তা না থাকায় ড্র পিছিয়ে দেওয়া হয়। বলা হয়, অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল সওয়া ৪টেয় ড্র হবে। তবে তার আগেই প্রতিযোগিতায় খেলা নিয়ে ছাড়পত্র চলে আসে নোভাক জোকোভিচের। প্রতিযোগিতার এক নম্বর বাছাই হিসেবেই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে খেলতে নামবেন গতবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন। পুরুষদের পাশাপাশি অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ড্র সম্পূর্ণ হয়ে গিয়েছে। মহিলা সিঙ্গলসে বার্টিকে যাঁরা লড়াইয়ে ফেলে দিতে পারেন তাঁদের মধ্যে অন্যতম নাওমি ওসাকা এবার ১৩ নম্বর বাছাই। ১৪ নম্বর বাছাই সিমোনা হালেপ। তৃতীয় বাছাই গ্যারবিন মুগুরুজা।

Latest Videos

প্রসঙ্গত, এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খুব অঘটন না ঘটলে নোভাক জোকোভিচের টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পথে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ওপেনে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন রজার ফেডেরার। চেনা ছন্দে নেই অপর তারকা রাফায়েল নাদালও।  প্রতিযোগিতায় ষষ্ঠ বাছাই হিসেবে নামছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল। একমাত্র প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ড্যানিল মেদভেদেভের বিরুদ্ধে লড়াই হতে পারে জোকারের। গতবার ইউএস ওপেনের ফাইনালে মেদভেদেভের বিরুদ্ধে হারতে হয়েছিল সার্বিয়ান টেনিস তারকাকে। রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সঙ্গে ২০টি করে গ্র্যান্ড স্ল্য়াম জিতে একই আসনে রয়েছেন জোকোভিচ। এবারের অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারলেই নতুন ইতিহাস গড়বেন 'সার্বিয়ান সিংহ'। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি