অনলাইন ভিডিও গেম ঘরে এনে দিল ২০ কোটি টাকা!

  • বছর ষোলোর এই মার্কিন বালক তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। 
  • এই প্রথম বিশ্ব ফর্টনাইট চ্যাম্পিয়ানশিপ-এর আয়োজন করা হয়েছিল।
  • প্রতিযোগীতায় অংশগ্রহণ করে কাইল জিয়ার্সডর্ফ জয়ী হয়ে পুরষ্কার হিসেবে জিতে নিয়েছেন প্রায় ২০ কোটি টাকা।
  • নিউ ইয়র্কের অর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব ফর্টনাইট চ্যাম্পিয়ানশিপ-এর ফাইনাল।

কাইল জিয়ার্সডর্ফ, পেনসিলভেনিয়ার বাসিন্দা। বছর ষোলোর এই মার্কিন বালক তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। আর তার কারনটা হল, ফোর্টনাইট ভিডিয়ো গেমের পক্ষ থেকে এই প্রথম বিশ্ব ফর্টনাইট চ্যাম্পিয়ানশিপ-এর আয়োজন করা হয়েছিল। আর সেই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে কাইল জিয়ার্সডর্ফ জয়ী হয়ে পুরষ্কার হিসেবে জিতে নিয়েছেন প্রায় ২০ কোটি টাকা।
সাধারণত ছোটদের বেশি ভিডিও গেম নিয়ে ব্যস্ত থাকতে দেখলে বড়রা শাসন করেন। সেই রকমটাই হয়েছিল কাইল-এর ক্ষেত্রেও। ছোট থেকেই ভিডিও গেম-এর নেশা তাঁর। এর জন্য সে বকাও খেয়েছে প্রচুর। তবে কাইল-এর এই সাফল্যে গর্বিত তাঁর পরিবার। ছেলের এই নেশাই যে তাঁকে এত জনপ্রিয় করে তুলবে তা আশাই করেননি তাঁরা। 
বিশ্বের জনপ্রিয় অনলাইন কম্পিউটার গেমগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফোর্টনাইট। পশ্চিমী দেশগুলিতে প্রায় ২৫ কোটির বেশি মানুষ ফোর্টনাইট খেলেন। উপস্থিত বুদ্ধি এবং টিম ওয়ার্কেই খেলতে হয় ফোর্টনাইট। এই খেলার ধাঁচ অনেকটা পাবজির মতোই। এই খেলার অন্তিম পর্বে প্রতিদ্বন্দীর প্রায় দ্বিগুণ স্কোর করে জয়ী হয়েছেন কাইল। বিশ্ব ফর্টনাইট চ্যাম্পিয়ানশিপ-এ ৫৯ পয়েন্ট করেছেন তিনি। ফাইনালে প্রথম ৬টি গেমে লিড নেওয়ার পরে আর ফিরে তাকাতে হয়নি পেনসিলভেনিয়ার এই গেমারকে। নিউ ইয়র্কের অর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব ফর্টনাইট চ্যাম্পিয়ানশিপ-এর ফাইনাল। 

Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে