টোকিও অলিম্পিকে ভারত বেলজিয়ামের হাড্ডাহাড্ডি হকি ম্যাচের মাঝেই টুইট করলেন প্রধানমন্ত্রী। দেশের হকি টিমের সাফল্য কামনা করেন মোদী।
টিভির পর্দায় চোখ তখন আপামর ভারতবাসীর। তিনিও যে সাধারণ আর পাঁচটা মানুষের মতোই টেনশনে, তা বোঝা গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics 2020) ভারত বেলজিয়ামের হাড্ডাহাড্ডি হকি ম্যাচের (India vs Belgium Hockey Men’s Semi Final) মাঝেই টুইট করলেন প্রধানমন্ত্রী।
মোদী জানান, দেশের হকি টিমের পারফরম্যান্সে গর্বিত তিনি। গর্বিত গোটা দেশ। তাঁদের সাফল্য কামনা করেন মোদী। মোদী জানালেন তিনিও হকি ম্যাচের সেমিফাইনালের খেলায় চোখ রেখেছেন।
এদিকে, শুক্রবারই ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল অলিম্পিকে সাফল্য পায়। গ্রুপের শেষ ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল মনপ্রীত সিংয়ের দল। জাপানকে ৫-৩ গোলে হারিয়ে টানা ৩ ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে লজ্জার হার হয়েছিল ভারতের। কিন্তু তারপর স্পেন, আর্জেন্টিনা ও জাপানকে হারিয়ে ভারতীয় দল বুঝিয়ে দিল টোকিও অলিম্পিকে পদক জয়ের অন্যতম দাবিদার মেন ইন ব্লুরা।
নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় দুর্বলতা কী, সবার সামনে ফাঁস করে দিয়েছিলেন প্রশান্ত কিশোর
FIH rankings : দারুণ সাফল্য, বিশ্ব হকি ব়্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এল ভারতীয় পুরুষ হকি টিম
অস্ট্রেলিয়ার কাছে গ্রুপ পর্বে ৭-১ গোলে হারের পর পর টোকিও অলিম্পিকে ভারতের পুরুষ হকি দলের ভবিষ্যৎ নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু তারপর দুরন্তভাবে ঘুরে দাঁড়ায় ভারতীয় হকি দল। পরে টানা সব ম্যাচে জিতে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটে জায়গা পাকা করে শ্রীজেশ, মনপ্রীতরা। কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারাল ভারতীয় দল। একইসঙ্গে ৪১ বছর পর ফের অলিম্পিকের সেমিফাইনালে প্রবেশ করলে টিম ইন্ডিয়া। ম্য়াচ জয়ের পর আবেগ ও চোখের জল বাঁধ মানেনি ভারতীয় দলের।