Sports 2021: বছর শেষে ফিরে দেখা টোকিও অলিম্পিক্সে ভারতের ঐতিহাসিক পারফরমেন্স

২০২১ সালে টোকিও  ২০২০ অলিম্পিক্সে (Tokyo 2020 Olympics) ঐতিহাসিক পারফরমেন্স করেছে ভারতীয় দল (Indian Team)। একটি সোনা সহ মোট ৭টি পদক জিতে অলিম্পিক্সের ইতিহাসে সেরা পারফরমেন্স দিয়েছে ভারতীয় অ্যাথলিটরা (Indian Athletes)। রাউন্ডআপ ২০২১ (Roundup 2021) -এ ফিরে দেখা অলিম্পিক্সে ভারতীয় দলের পারফরমেন্স।

Asianet News Bangla | Published : Dec 22, 2021 9:05 AM IST

২০২১ সাল ভারতীয় অ্যাথলিটের জন্য খুবই উল্লেখযোগ্য বছর। অলিম্পিকের মঞ্চে ইতিহাসে রেকর্ড তৈরি করেছে ভারতীয় দল। এতদিন পর্যন্ত লন্ডন অলিম্পিকে ৬টি পদক জয় ছিল ভারতের সেরা পারফরমেন্স। টোকিও অলিম্পিক্সে (Tokyo 2020 Olympics) সর্বাধিক ১৮টি ইভেন্টে মোট ১২৪ জন ক্রীড়াবিদকে পাঠিয়েছিল ইন্ডিয়া। যেই তালিকায় ছিলেন ৭০জন পুরুষ ও ৫৪জন মহিলা। তবে তার মধ্যে ভারোত্তলন, হকি, বক্সিং, ব্যাডমিন্টন, কুস্তি ও জ্যাভলিন, মাত্র ছটি ইভেন্ট থেকে মোট সাতটি পদক জিতল ভারত। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম সোনা জিতে ইততিহাস তৈরি করেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ১টি সোনা, দুটি রূপো, ৪টি ব্রোঞ্জ, পদক তালিকার নিরিখে এটি ছিল ভারতের সবচেয়ে সফল অলিম্পিক। ৪৮ নম্বরে শেষ করে ভারতীয় দল। বছর শেষে রাউন্ডআপ ২০২১ (Roundup 2021) -এ দেখে নিন টোকিও অলিম্পিক্সে ভারতীয় দলের পারফরমেন্স।

জ্যাভলিন থ্রো: নীরজ চোপড়া (Neeraj Chopra) -
অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঐতিহাসিক সোনা জয় করেন নীরজ চোপড়া। জ্যাভেলিন থ্রো থেকে ভারতে এনে দেন অ্যাথলেটিক্সের প্রথম পদক। কোয়ালিফিকেশন রাউন্ডে এক নম্বরে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন ভারতীয় তারকা। ৭ই অগস্ট নিজের সোনার পদক নিশ্চিত করেন নীরজ চোপড়া। ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে পদক জেতেন তিনি। এর আগে ব্যক্তিগত বিভাগে মাত্র একটি সোনা ২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে জিতেছিলেন অভিনব বিন্দ্রা। দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন নীরজ চোপড়া।

ভারোত্তলন: মীরাবাঈ চানু (Mirabai Chanu)) -
টোকিও অলিম্পিক্সে মীরাবাঈ চানুর হাত ধরে প্রথম পদক জিতেছিল ভারত। মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছিলেন মীরাবাঈ চানু। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি ভারোত্তলন করেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজির জন্য ঝাঁপিয়েছিলেন। যদিও সফল হননি। শেষ পর্যন্ত  রুপো জেতেন চানু।

কুস্তি: রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)-
ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে রুপো জেতেন রবি কুমার দাহিয়া। গোল্ড মেডেল বাউটে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের কাছে ৪-৭ ব্যবধানে হার মানেন ভারতীয় তারকা। তবে ম্যাচ হারলেও অলিম্পিক্সে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে রুপো জিতে নজির গড়েন রবি।

ব্যাডমিন্টন: পিভি সিন্ধু (PV Sindhu)-
রিও অলিম্পিক্সে রুপোর পদক জিতলেও টোকিওয় ফাইনালে উঠতে পারেননি পিভি সিন্ধু। ফলে এবার ব্যাডমিন্টনের ওমেনস সিঙ্গলসে সোনা বা রুপো জয়ের সম্ভাবনা আগেই শেষ হয়ে যায় পুসারলার। যদিও ব্রোঞ্জ জয়ের সুযোগটাকে কাজে লাগাতে মরিয়া ছিলেন ভারতীয় তারকা। ব্রোঞ্জ মেডেল ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন চিনের হি বিংজিয়াও। ব্রোঞ্জ মেডেল ম্যাচে ৫৩ মিনিটের লড়াইয়ে তিনি ২১-১৩, ২১-১৫ স্ট্রেট গেমে পরাজিত করেন বিংজিয়াওকে এবং ব্রোঞ্জ জেতেন সিন্ধু। প্রথম ভারতীয়  হিসেবে পরপর দুটি অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস তৈরি করেন সিন্ধু।

বক্সিং: লভলিনা বড়গোহাঁই (Lovelina Borgohain)-
বক্সিংয়ে দুরন্ত খেললেও শেষ পর্যন্ত ব্রোঞ্জ পেয়েছিলেন লভলিনা বরগোহাঁই। মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে ০-৫ ব্যবধানে পরাজিত হন ভারতীয় বক্সার।  ব্রোঞ্জ জিতে নজির গড়েন লভলিনা বড়গোহাঁই।

হকি: পুরুষ দল (Indian Hockey Team)-
৪১ বছর পরে ফের টোকিও অলিম্পিক্সে পদক জেতেন ভারতীয় হকি দল। ৫ই অগস্ট টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতে শ্রীজেশরা। ব্রোঞ্জ মেডেল ম্য়াচে জার্মানিকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতে ফের একবার নজির গড়ে ভারতীয় হকি দল।

কুস্তি: বজরং পুনিয়া (Bajrang Punia)-
টোকিও অলিম্পিক্সের কুস্তিতে ভারতের অন্যতম পদক সম্ভাবনা ছিলেন বজরং পুনিয়া। সেই সম্ভাবনাকে তিনি বাস্তবে রূপ দিয়েছিলেন শেষমেশ। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে যাওয়ায় সোনা ও রুপোর দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন আগেই। তবে ব্রোঞ্জ জিতে দেশবাসীর প্রত্যাশা পূরণ করেন বজরং পুনিয়া। 

এছাড়াও একাধিক বিভাগে একটুর জন্য পদক হাতছাড়া করেছে ভারতীয় অ্যাথলিটরা। গল্ফে অদিতি অশোক, কুস্তিতে দীপক পুনিয়া, ভারতীয় মহিলা হকি দল, সেইলিং দল, তীরন্দাজি দল, সাঁতার দল, ভবানী দেবী, জিমন্যাস্টিকে প্রণতি নায়ক, জুডোতে সুশীলা দেবী, রোয়িং দল, টেবিল টেনিস দল, টেনিস দল, অশ্বারোহীতে ফুয়াদ মির্জা, বক্সিং দল, ব্যাডমিন্টন দল এবং শুটিং দল সকলেই তাদের সেরাটা দিয়েছিলেন। সব মিলিয়ে টোকিওতে ভারতীয় দলের পারফরমেন্সে গর্বিত গোটা দেশ।

Read more Articles on
Share this article
click me!