মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শেন ওয়ার্ন। ১৫ বছর ধরে ক্রিকেট দুনিয়া মাতিয়েছিলেন তিনি। ১৪৫টি টেস্ট ম্যাচ ও ১৯৪টি ওয়ানডে খেলেছিলেন শেন ওয়ার্ন (Shane Warne)। তাঁর অকাল মৃত্যুতে হতবাক তামাম বিশ্ববাসী। ব্যক্তিগত জীবন ও বিলাবহুল জীবনযাত্রা সব সময় থাকত চর্চায়। জানা যায়, তাঁর মোট সম্পত্তি ভারতীয় টাকার ৩৭৭ কোটি।
ফের নক্ষত্র পতন। শোকের ছায়া ক্রিকেট মহলে। প্রয়াত হলেন লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন (Shane Warne)। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্রে ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। জানা যায়, থাইল্যান্ডে একটি ভিলায় ছিলেন ক্রিকেটার। তাঁর ঘরে বহুবার ডাকাডাকির পরেও কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর চিকিৎসকরদের ডাকা হয়। তাঁরা চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনও লাভ হয়নি। মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শেন ওয়ার্ন। ১৫ বছর ধরে ক্রিকেট দুনিয়া মাতিয়েছিলেন তিনি। ১৪৫টি টেস্ট ম্যাচ ও ১৯৪টি ওয়ানডে খেলেছিলেন শেন ওয়ার্ন (Shane Warne)। তাঁর অকাল মৃত্যুতে হতবাক তামাম বিশ্ববাসী।
১৯৯২ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেন তিনি। ১৯৯৩ সালে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফরে ৭১ উইকেটের মালিক ছিলেন শেন ওয়ার্ন (Shane Warne)। ১৯৯৯ সালে বিশ্বকাজ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। শুধু তাই নয়, ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে পাঁচবার অ্যাশেজ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০০৮ সালে প্রথংবার IPL এ তাঁর নেতৃত্বে রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হয়।
তিনি প্রায় ১৫ বছর মাঠ দাপিয়ে বেরিয়েছেন। ক্রিকেট (Cricket) দুনিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন শেন ওয়ার্ন। তাঁর ব্যক্তিগত জীবন ও বিলাবহুল জীবনযাত্রা সব সময় থাকত চর্চায়। জানা যায়, তাঁর মোট সম্পত্তি ভারতীয় টাকার ৩৭৭ কোটি। বিশ্বের বিভিন্ন জায়গায় তাঁর বাড়ি ছিল। অস্ট্রেলিয়ার সব থেকে দামি বাড়ি ছিল তাঁর। যার দাম কয়েক কোটি টাকা।
২০০৮ সালে আইপিএল-এর হিসেব অনুসারে শেন ওয়ার্নের (Shane Warne) সম্পত্তি ছিল ১ কোটি ৮০ লক্ষ। পরের বছর রাজস্থান তাঁকে দিয়েছিল প্রায় আড়াই কোটি। ২০১০ সালে তাঁর দর কমে গিয়েছিল। সেবছর তিনি পেয়েছিলেন ২ কোটির সামান্য বেশি। তারপর ২০১১ সালে ফের বাড়ে তাঁর দর। সে বছর প্রায় ৮ কোটি ২৮ লক্ষ টাকা আয় করেন। শেন ওয়ার্ন বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ ছিলেন। বিজ্ঞাপন থেকে তাঁর আয় ছিল বিস্তর। জানা যায়, বছরে আয় ৩০ কোটি টাকা আয় করতেন শেন ওয়ার্ন। বাড়ির সঙ্গে গাড়িও বেশ শখ ছিল ক্রিকেটারের। তাঁর সংগ্রহে ছিল প্রচুর দামি দামি গাড়ি। কোটি কোটি মূল্যের গাড়ি ছিল তাঁর সংগ্রহে। শখের জন্য শেন ওয়ার্ন সব সময় থাকতেন খবরে।
আরও পড়ুন- প্রয়াত লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন, হৃদরোগে আক্রান্ত ৫২ বছর বয়সে চিরঘুমে
আরও পড়ুন- বুক চিতিয়ে ২২ গজ থেকে সুন্দরীদের শয্যাসঙ্গী, একনজরে শেন ওয়ার্ন