১০মি এয়ার পিস্তলে ফাইনালে সৌরভ চৌধরি, প্রথম পদকের আশায় দেশ

অপূর্বী চান্ডেলারা হতাশ করলেও আশা জাগাল সৌরভ চৌধরি। ১০ মি এয়ার পিস্তলে বাছাই পর্বে শীর্ষে থেকে পাইনালে পৌছলেন তিনি। পদক জয়ের আশা দেখছে গোটা দেশ।

একের পর এক ইভেন্টে হতাশা ও খারাপ পারফরমেন্স। সেই জায়গা থেকে টোকিও অলিম্পিকিসে ভারতের প্রথম পজক জয়ের আশা জাগালেন শুটার সৌরভ চৌধরি। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে ফাইনালে উঠলেন ভারতীয় তারকা শুটার। শুধু ফাইনালের যোগ্যতা অর্জন করাই নয়, বাছাই পর্বে শীর্ষে থেকে ফাইনালে উঠলেন বিশ্বের দ্বিতীয় শুটার সৌরভ চৌধরি। কিন্তু একই ইভেন্টে প্রথমে আশা জাগিয়েও ফাইনালে উঠতে ব্যর্থ হলেন অপর শুটার  অভিষেক বর্মা।

 

Latest Videos

 

যোগ্যতা অর্জন পর্বে শুরু থেকে দুরন্ত ছন্দে পাওয়া যায় সৌরভ চৌধরিকে। একের পর এক লক্ষ্যভেদ করতে থাকেন তিনি। ১০মিটার এয়ার পিস্তলে ৬টি সিরিজ মিলেয়ে সৌরভের মোট পয়েন্ট করেন ৫৮৬। শুরুতে পর পর পাঁচ বার ১০ পয়েন্ট স্কোর করেন তিনি। সকল বিপক্ষকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন ভারতীয় শুটার। তবে লড়াই করেও ৫৭৫ পয়েন্ট নিয়ে অভিষেক শেষ করেন ১৭ নম্বরে। কিন্তু যে দুরন্ত ফর্ম দেখিয়ে সৌরভ ফাইনালে উঠেছে তাতে প্রথম পদক জয়ের অপেক্ষায় গোটা দেশ।

Share this article
click me!

Latest Videos

'মমতার জন্যই রোহিঙ্গারা বাংলা দিয়ে ঢুকে সারা ভারতে ছড়িয়ে পড়েছে' বিস্ফোরক দাবী Suvendu Adhikari-র
ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
‘কী সাহস! বলছে রাম মন্দির ভাঙবে!’ মহারাষ্ট্রের মাটিতে বিস্ফোরক শুভেন্দু! | Suvendu Adhikari News
ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে