ভারতীয় দলের কোচ হতে চান, ভবিষ্যতের ইচ্ছে জানিয়ে দিলেন সৌরভ

  • ভারতীয় দলের কোচ হতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়
  • ভবিষ্যতে এই দায়িত্ব নিতে আগ্রহী মহারাজ
  • শাস্ত্রীরই পুনর্বহাল হওয়ার সম্ভাবনা বেশি, মনে করছেন সৌরভ
     

debamoy ghosh | Published : Aug 2, 2019 6:22 PM IST

এখনই নয়, তবে ভবিষ্যতে ভারতীয় দলের কোচ হতে আগ্রহী তিনি। নিজেই এ কথা জানিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। 

সৌরভ জানিয়েছেন, 'অবশ্যই আমি ভবিষ্যতে ভারতের কোচ হতে চাই। কিন্তু সেটা এখনই নয়। ভারতীয় কোচ হিসেবে অন্য কেউ আরও একটি মেয়াদ পার করার পরেই হয়তো আমি আবেদন করব।'

Latest Videos

কিন্তু এখনই কেন কোচ হওয়ার দৌড়ে সামিল হচ্ছেন না তিনি? তার জন্য নিজের ব্যস্ততাকেই দায়ী করেছেন মহারাজ। তিনি বলেন, 'এই মুহূর্তে আমি অনেক কিছু নিয়ে ব্যস্ত। আইপিএল, সিএবি, ধারাভাষ্যকার হিসেবে দায়িত্বগুলি আমায় আগে পূরণ করতে হবে। কিন্তু ভবিষ্যতে কোনও না কোনও সময়ে আমি অবশ্য কোচের দায়িত্ব নিতে চাইব। অবশ্যই যদি আমাকে সুযোগ দেওয়া হয়। তবে একথা ঠিক, আমি আগ্রহী। তবে এখনই নয়, ভবিষ্যতে।'

এর পাশাপাশি সৌরভ বুঝিয়ে দিয়েছেন, ভারতীয় কোচের পদে রবি শাস্ত্রীরই পুনর্বহাল হওয়ার সম্ভাবনা বেশি। এমনিতেই প্রকাশ্যেই রবি শাস্ত্রীর প্রতি নিজের সমর্থন জানিয়ে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। সৌরভ অবশ্য বলছেন, টম মুডি ছাড়া ভারতীয় কোচ হওয়ার দৌড়ে খুব বড় কোনও  নাম আবেদন করেননি। 

কোচ নির্বাচন প্রসঙ্গে সৌরভ বলেন, 'আবেদনকারীদের মধ্যে সেরকম বড় কোনও নাম আমি দেখছি না। মাহেলা জয়বর্ধনে আবেদন করবেন বলে শুনেছিলাম, কিন্তু তিনিও করেননি। আমি জানিনা কোচ নির্বাচন প্যানেল শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন। কতদিনের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হবে জানি না। তবে যাঁকেই ভাল বলে মনে হবে, তাঁকেই নিশ্চয়ই বেছে নেওয়া হবে।'

যদিও কোচ হিসেবে শাস্ত্রীকে দায়িত্ব দিলেও কতদিনের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া উচিত, তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি সৌরভ। তিনি বলেন, কোচ নির্বাচনের পদ্ধতি থেকে তিনি অনেক দূরে। ফলে, এই বিষয়ে তাঁর মন্তব্য করা উচিত হবে না। 

Share this article
click me!

Latest Videos

হাতে মশাল, গলায় তীব্র বিচারের হুঙ্কার! আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার রাজপথে মশাল মিছিল | RG Kar
পরনে উর্দি, অথচ পা টলোমলো! রায়গঞ্জের রাস্তায় মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর উৎপাত | Raiganj News Today
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
অবশেষে ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন তাঁরা | Junior Doctors
অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের! স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল