অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের হ্যাটট্রিক, চিনকে হারিয়ে এশিয়া কাপ হকি অভিযান শুরু ভারতের

Published : Aug 29, 2025, 08:47 PM ISTUpdated : Aug 29, 2025, 09:11 PM IST
Harmanpreet Singh scores against Argentina

সংক্ষিপ্ত

2025 Men's Hockey Asia Cup: দেশের মাটিতে পুরুষদের এশিয়া কাপ হকির শুরুটা ভালোভাবেই করল ভারতীয় দল। শুক্রবার রাজগীরে (Rajgir) চিনকে হারিয়ে দিল হরমনপ্রীত সিংয়ের (Harmanpreet Singh) নেতৃত্বাধীন দল।

DID YOU KNOW ?
এশিয়া কাপ হকি
১৯৮২ সালে শুরু হয় এশিয়া কাপ হকি। প্রথম চারবারই রানার্স হয় ভারতীয় দল।

India vs China Hockey: অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের (Harmanpreet Singh) হ্যাটট্রিকের সুবাদে পুরুষদের এশিয়া কাপ হকির (2025 Men's Hockey Asia Cup) প্রথম ম্যাচে চিনকে হারিয়ে দিল ভারত। রাজগীরে (Rajgir) টানটান উত্তেজক ম্যাচের ফল ৪-৩। ভারতীয় দলের হয়ে অপর গোল করেন যুগরাজ সিং (Jugraj Singh)। হকিতে খুব শক্তিশালী দল নয় চিন। সেই দলের বিরুদ্ধে তিন গোল হজম করায় ভারতীয় দলের রক্ষণ নিয়ে চিন্তা রয়ে গেল। তবে পেনাল্টি কর্নার নিয়ে ভারতীয় হকির যে চিরকালীন দুর্বলতা, সেই চিন্তা হয়তো এবার দূর হয়ে যাচ্ছে। পেনাল্টি কর্নার থেকেই তিন গোল করেন হরমনপ্রীত। যুগরাজও পেনাল্টি কর্নার থেকে গোল করেন। এদিন ভারতীয় দলের আক্রমণে বৈচিত্র দেখা যায়। পরের ম্যাচগুলিতে রক্ষণের দুর্বলতা দূর করতে পারলে ভারতীয় দল এই টুর্নামেন্টে অনেকদূর যেতে পারে।

উন্নতি দরকার ভারতীয় দলের

চিনের বিরুদ্ধে এই ম্যাচের ১২ মিনিটে পিছিয়ে পড়ে ভারতীয় দল। পেনাল্টি কর্নার থেকে গোল করে চিনকে এগিয়ে দেন দু শিহাও। প্রথম কোয়ার্টারের শেষে পিছিয়েছিল ভারত। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ম্যাচের রং বদলে যায়। ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান যুগরাজ। ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত। দ্বিতীয় কোয়ার্টারের সময় ২-১ এগিয়েছিল ভারতীয় দল। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ফের গোল পান হরমনপ্রীত। তিনি ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমায় চিন। গোল করেন চেন বেনহাই। ৪২ মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরায় চিন। গোল করেন গাও জিয়েশেং। ম্যাচে সমতা ফিরে আসায় চাপে পড়ে যায় ভারতীয় দল। তবে চতুর্থ কোয়ার্টারের শুরুতেই জয়সূচক গোল করেন হরমনপ্রীত। তিনি ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোল করেন।

রবিবার ভারতের প্রতিপক্ষ জাপান

রবিবার পুল এ-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এরপর সোমবার তৃতীয় ম্যাচে কাজাকস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এখনও পর্যন্ত ৩ বার এশিয়া কাপ হকি জিতেছে ভারতের পুরুষ দল
২০০৩ সালে প্রথমবার এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হয় ভারতের পুরুষ দল। এরপর ২০০৭ এবং ২০১৭ সালেও চ্যাম্পিয়ন হয় ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের