দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সহজ জয়, ৮ বছর হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের পুরুষ দল

Published : Sep 07, 2025, 10:15 PM ISTUpdated : Sep 07, 2025, 10:38 PM IST
India vs Korea, Hockey Asia Cup 2025 Final Live Updates

সংক্ষিপ্ত

2025 Men's Hockey Asia Cup: দেশের মাটিতে হকি এশিয়া কাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। রবিবার রাজগীরে ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন হরমনপ্রীত সিংরা (Harmanpreet Singh)।

DID YOU KNOW ?
বিশ্বকাপের যোগ্যতা অর্জন
আগামী বছর পুরুষদের হকি বিশ্বকাপ হতে চলেছে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ভারতীয় দল।

India vs Korea: দক্ষিণ কোরিয়াকে ৪-১ উড়িয়ে পুরুষদের এশিয়া কাপ হকি (2025 Men's Hockey Asia Cup) প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। আট বছর পুরুষদের হকি এশিয়া কাপ জিতল ভারত। একইসঙ্গে আগামী বছরের হকি বিশ্বকাপের (2026 Men's FIH Hockey World Cup) যোগ্যতা অর্জন করল ভারতের পুরুষ দল। রবিবার রাজগীরে (Rajgir) দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জোড়া গোল করলেন দিলপ্রীত সিং (Dilpreet Singh)। তিনি ২৮ ও ৪৫ মিনিটে গোল করেন। ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন সুখজিৎ সিং (Sukhjeet Singh)। ৫০ মিনিটে ভারতীয় দলের হয়ে চতুর্থ গোল করেন অমিত রোহিদাস (Amit Rohidas)। ৫১ মিনিটে দক্ষিণ কোরিয়ার হয়ে ব্যবধান কমান দাইন সন (Dain Son)। চতুর্থবার হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারতের পুরুষ দল।

২০১৭ সালের পর ফের খেতাব ভারতের

২০১৭ সালে ঢাকায় (Dhaka) পুরুষদের হকি এশিয়া কাপ ফাইনালে মালয়েশিয়াকে (Malaysia) হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এবার দেশের মাটিতে চ্যাম্পিয়ন হলেন হরমনপ্রীত সিংরা (Harmanpreet Singh)। রবিবার অসাধারণ পারফরম্যান্স দেখাল ভারতীয় দল। বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি কোরিয়ার খেলোয়াড়রা। এদিন তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে চিনকে (China) ৪-১ উড়িয়ে তৃতীয় স্থান পেল মালয়েশিয়া। অন্য ম্যাচে বাংলাদেশকে (Bangladesh) হারিয়ে পঞ্চম স্থান পেল জাপান (Japan)।

ঠিক সময়ে উন্নতি ভারতীয় দলের

এবার পুরুষদের হকি এশিয়া কাপের শুরুতে ভারতীয় দলের রক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছিল। শুরুতে গোলও হজম করছিল ভারতীয় দল। তবে শনিবার চিনের বিরুদ্ধে ম্যাচে এই দুই দুর্বলতা কাটিয়ে ওঠে ভারতীয় দল। ফাইনালে কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরুতেই গোল পেয়ে যাওয়ায় ভারতীয় দলের সুবিধা হয়। কোরিয়াকে ম্যাচে ফেরার কোনও সুযোগই দেননি ভারতের খেলোয়াড়রা। ফলে সহজ জয় এল। কোরিয়ার খেলোয়াড়রা ভারতের রক্ষণে চাপ তৈরি করার চেষ্টা করছিলেন। কিন্তু ভারতের খেলোয়াড়রা সতর্ক থাকায় যাবতীয় আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চতুর্থবার পুরুষদের হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল
রবিবার রাজগীরে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পুরুষদের হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড