Indian Men's Hockey Team: দেশের মাটিতে পুরুষদের হকি এশিয়া কাপে (2025 Men's Hockey Asia Cup) খেলছে ভারতীয় দল। ইতিমধ্যেই গ্রুপ লিগ থেকে সুপার ফোরের যোগ্যতা অর্জন করেছেন হরমনপ্রীত সিংরা (Harmanpreet Singh)।
KNOW
Paddy Upton: ফিটনেসের নিরিখে ক্রিকেটারদের চেয়ে হকি খেলোয়াড়দের অন্তত পাঁচ ধাপ এগিয়ে রাখছেন মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন। তিনি অতীতে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সঙ্গে যুক্ত ছিলেন। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারতীয় দল যখন ওডিআই বিশ্বকাপ (2011 Cricket World Cup) চ্যাম্পিয়ন হয়, তখন সেই দলে সাপোর্ট স্টাফ হিসেবে ছিলেন আপটন। এখন তিনি হকি দলের (Indian Men's Hockey Team) সঙ্গে যুক্ত। ফলে ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি হকি খেলোয়াড়দেরও ফিটনেসের সঙ্গে পরিচিত আপটন। তাঁর মতে, ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি (Virat Kohli) ছাড়া কেউই হকি খেলোয়াড়দের মতো ফিট নন। খেলার প্রতি নিষ্ঠা, শৃঙ্খলার নিরিখেও ক্রিকেটারদের চেয়ে হকি খেলোয়াড়দের অনেক এগিয়ে রাখছেন আপটন।
বিরাটের প্রশংসায় আপটন
ক্রিকেটার ও হকি খেলোয়াড়দের তুলনা প্রসঙ্গে আপটন বলেছেন, ‘আমি যদি আমার সময়ের ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে তুলনা করি, তাহলে ঘুম, খাওয়া, প্রশিক্ষণের ক্ষেত্রে এই হকি দলের খেলোয়াড়রা সেই ভারতীয় ক্রিকেট দলের চেয়ে পাঁচ ধাপ এগিয়ে। বিরাটের যে মানের ফিটনেস ও নিষ্ঠা আছে, তা ক্রিকেট দুনিয়ায় অনন্য। কিন্তু হকি দলের সব খেলোয়াড়ই ওর মতো ভালো। হকি দলে বিরাট কোহলির মতো ১৮-২০ জন আছে।’
অলিম্পিক্সে ভালো ফলের লক্ষ্যে আপটন
ভারতীয় হকি দল সম্পর্কে আপটন বলেছেন, 'দলের নেতৃত্বে যারা আছে, (প্রধান কোচ) ক্রেগ ফুলটন (Craig Fulton) ও (অধিনায়ক) হরমনপ্রীত সিং (Harmanpreet Singh), ওদের দেখে আমার মনে হচ্ছে আমার এই দলের সঙ্গে আগেই কয়েকটি বড় টুর্নামেন্টে কাজ করা উচিত ছিল। আশা করি হকি বিশ্বকাপ (2026 Men's FIH Hockey World Cup) ও অলিম্পিক্সে (2028 Summer Olympics) খেলোয়াড়দের মনঃসংযোগ যাতে অটুট থাকে, সে বিষয়ে ওদের সাহায্য করতে পারব।' মেন্টাল কন্ডিশনিং কোচ হিসেবে খ্যাতি আছে আপটনের। ফলে তিনি হকি দলের সাফল্যে অবদান রাখতে পারবেন বলে আশায় ক্রীড়ামহল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


