Asian Para Games 2023: এশিয়ান প্যারা গেমস-এও জয়জয়কার ভারতের, পুরুষদের ডিসকাস থ্রো-এ সোনা জয় নীরজ যাদবের

Published : Oct 24, 2023, 06:18 PM ISTUpdated : Oct 24, 2023, 06:20 PM IST
Neeraj yadav

সংক্ষিপ্ত

ডিসকাস থ্রো-এ সোনা রূপো দুই এল ভারতের ঝুলিতে। ৩৮.৫৬ মিটার থ্রো-এর মাধ্যমে নতুন রেকর্ডের পাশাপাশি স্বর্ণপদক জিতে নিয়েছেন ভারতের সোনার ছেলে নীরজ যাদব।

এশিয়ান প্যারা গেমস-এও ভারতের জয়জয়কার। ডিসকাস থ্রো-এ সোনা রূপো দুই এল ভারতের ঝুলিতে। ৩৮.৫৬ মিটার থ্রো-এর মাধ্যমে নতুন রেকর্ডের পাশাপাশি স্বর্ণপদক জিতে নিয়েছেন ভারতের সোনার ছেলে নীরজ যাদব। এছাড়া ৪২.১৩ মিটার থ্রো-এর মাধ্যমে রৌপ্য জিতেছেন যোগেশ কাথুনিয়া। মুথুরাজা পুরুষদের ডিসকাস থ্রো-এ ৩৫.০৬ মিটার থ্রোতে ব্রোঞ্জ জিতেছেন।

 

 

PREV
click me!

Recommended Stories

কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয়বার কলকাতায় পা রাখছেন মেসি, বরণ করতে তৈরি তিলোত্তমা
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: টি-২০ বিশ্বকাপের আগে হ্যাটট্রিক, নজর কাড়লেন নীতীশ রেড্ডি