SH1 ইভেন্টে স্বর্ণপদক জয়ের পাশাপাশি নতুন রেকর্ডও গড়েছেন সিদ্ধার্থ।
এশিয়ান প্যারা গেমসে ফের ফাসল্য ভারতের। এবার মিশ্র ৫০ মিটার রাইফেলে ঘরে সোনা আনল সিদ্ধার্থ বাবু। SH1 ইভেন্টে স্বর্ণপদক জয়ের পাশাপাশি নতুন রেকর্ডও গড়েছেন সিদ্ধার্থ। উল্লেখ্য একই ইভেন্টের ফাইনালে অবনী লেখারা ৮ স্থান অর্জন করেছিলেন। সেখানে এশিয়ান প্যারা গেমসে ভারতের হয়ে সোনার পদক জিতেছেন বাবু।
এর আগে শচীন সার্জেরাও খিলাড়ি এশিয়ান প্যারা গেমস ২০২৩-এ পুরুষদের F-46 শট পুটে ভারতের হয়ে ১৬ তম স্বররণপদক জিতেছিলেন। শুধু তাই নয় ১৬.০৩ মিটারের রেকর্ডও গড়েছেন শচীন। বাবুর জয়ের সঙ্গে সঙ্গে ভারতের হাতে এল ১৭টি সোনার পদক। এশিয়ান প্যারা গেমসে, শচীনের চতুর্থ প্রচেষ্টায় রেকর্ড ব্রেকিং পারফর্ম্যান্সটি দিতে পেরেছিল। এই জয়ের সঙ্গেই পডিইয়ামের শীর্ষে পৌঁছন শচীন।
এশিয়ান গেমসের মঞ্চে সাফল্য এসেছে আরও এক তরুণ ভারতীয়ের হাতে। ১৪.৫৬ মিটার থ্রো-তে ব্রোঞ্জ জিতেছেন রোহিত কুমার।
আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D