রবিবার হকির বড় ম্যাচ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠ | ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধে মাঠে ইটবৃষ্টি, আহত কয়েকজন সাংবাদিক |
রবিবার হকির বড় ম্যাচ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠ। এদিন ছিল কলকাতা হকি লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ। এই ম্যাচে মোহনবাগান ১-০ এগিয়েছিল। তারপরেই গণ্ডগোলের জেরে বন্ধ হয়ে যায় খেলা। ইস্টবঙ্গল সমর্থকদের অভিযোগ, ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে উদ্দেশ্যে করে গ্যালারি থেকে অশ্রাব্য গালিগালাজ করতে থাকেন মোহনবাগান সমর্থকরা। এতেই মাঠে উত্তেজনা ছড়ায়। মহিলাদেরও গালিগালাজ করতে থাকেন মোহনবাগান সমর্থকরা। এরপরেই তাঁরা সমর্থকরা ইট ছুড়তে শুরু করেন। ইটের আঘাতে এক সাংবাদিকের মাথা ফেটে যায়। আরও কয়েকজন সাংবাদিক অল্পবিস্তর চোট পান।