Pro Kabaddi : প্রো কাবাডি লিগ কাঁপাতে তৈরি মেয়েরাও, তামিল দলের বড় ভরসা সুমন গুর্জার

Pro Kabaddi League Womens : এসে গেছে সেই প্রতীক্ষিত মুহূর্ত — শুরু হতে চলেছে প্রো কাবাডি লিগের নতুন সিজন। এবারের আসরে প্রথমবারের মতো প্রমীলা কাবাডি দলগুলোর অংশগ্রহণ ঘিরে উত্তেজনা তুঙ্গে। তামিল দলের অন্যতম বড় ভরসা সুমন গুর্জার।

Share this Video

Pro Kabaddi League Womens : এসে গেছে সেই প্রতীক্ষিত মুহূর্ত — শুরু হতে চলেছে প্রো কাবাডি লিগের নতুন সিজন। এবারের আসরে প্রথমবারের মতো প্রমীলা কাবাডি দলগুলোর অংশগ্রহণ ঘিরে উত্তেজনা তুঙ্গে। তামিল দলের অন্যতম বড় ভরসা হিসেবে উঠে এসেছেন অলরাউন্ডার সুমন গুর্জার

এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুমন জানিয়েছেন, "এই মঞ্চ শুধু খেলার নয়, মেয়েদের স্বপ্ন দেখার জায়গাও। তামিল দলকে জেতানোই এখন আমার একমাত্র লক্ষ্য।" আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি আরও বলেন, দল হিসেবে তাঁদের প্রস্তুতি সম্পূর্ণ এবং মাঠে নামার জন্য মুখিয়ে আছেন সবাই।

প্রমীলা কাবাডি দলগুলোর অভিষেককে কেন্দ্র করে গোটা দেশজুড়েই বাড়ছে কৌতূহল, আর সুমনের মতো খেলোয়াড়রা হয়ে উঠছেন অনুপ্রেরণা।

Related Video