হকিতে বড় সাফল্য ভারতের (India)। পিছিয়ে গিয়েও পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল ভারতীয় হকি দল।
হকিতে বড় সাফল্য ভারতের (India)। পিছিয়ে গিয়েও পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল ভারতীয় হকি দল।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy) ম্যাচে, হরমনপ্রীত সিংরা জিতলেন ২-১ গোলে। আর এই জয়ের ফলে, প্রতিযোগিতার লিগ পর্বে অপরাজিত থাকলেন প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) ব্রোঞ্জজয়ীরা।
ক্রিকেট কিংবা হকি, সবক্ষেত্রেই ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) মানেই আলাদা এক উত্তাপ। তার ব্যতিক্রম হল না এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইতেও। চিন, জাপান, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে টানা জয়ের পরেও পাকিস্তানের বিরুদ্ধে স্নায়ুর চাপ সামলে দুরন্ত লড়াই করল ভারতীয় হকি দল।
তবে হরমনপ্রীতদের চাপ বেড়ে যায় ম্যাচের ৮ মিনিটে। পাকিস্তান গোল দিয়ে এগিয়ে যায় প্রথমেই। মাঝমাঠ থেকে শাহিদ বল বাড়ান আহমেদ নাদিমকে। তাঁর গোলেই খেলায় লিড নেয় পাক দল।
তবে পিছিয়ে পড়লেও লড়াই থেকে হারিয়ে যায়নি ভারতীয় দল। ক্রমশই খেলার গতি এবং আক্রমণের তীব্রতা বাড়িয়ে পাকিস্তানকে পাল্টা চাপে দেলে দেয় ভারতীয় হকি দল। খেলার ১৩ মিনিটে, পরপর দুটি পেনাল্টি কর্নার আদায় করে নেন তারা। প্রথমটি থেকে অবশ্য গুরজ্যোৎ সিংহ গোল করতে ব্যর্থ হন।
তবে দ্বিতীয়টি থেকে গোল করতে কোনও ভুল করেননি ভারতীয় দলের অধিনায়ক স্বয়ং। আর ম্যাচে সমতা ফেরানোর পর, দাপট আরও বাড়তে থাকে ভারতীয় দলের। দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই প্রতিপক্ষকে কার্যত চেপে ধরেন হরমনপ্রীতরা।
ম্যাচের ১৯ মিনিটে, পেনাল্টি কর্নার পায় ভারত। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত। এগিয়ে যাওয়ার পর থেকে অবশ্য পাকিস্তানকে আর বিশেষ সুযোগ দেয়নি ভারতীয় দল। একের পর এক আক্রমণ তৈরি করে পাকিস্তানের রক্ষণকে উপর ব্যাপক চাপ বাড়ান হরমনপ্রীতরা। মাঝমাঠের দখল পুরোপুরি চলে যায় ভারতীয় দলের হাতে।
আর সেই দাপটেই পাকিস্তানকে কার্যত উড়িয়ে দিল ভারতীয় হকি দল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।