বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। ২৩ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন লিওনেল মেসি, এরপর ৩৬ মিনিটে দ্বিতীয় গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। ২৩ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন লিওনেল মেসি। এরপর ৩৬ মিনিটে দ্বিতীয় গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রথম থেকেই অসাধারণ ফুটবল খেলছে আর্জেন্টিনা। মেসিদের সঙ্গে এঁটে উঠতে পারছেন না কিলিয়ান এমবাপেরা। আর্জেন্টিনা যে গতিতে আক্রমণ করছে, সেটা সামাল দিতে পারছে না ফ্রান্সের রক্ষণ