Rafael Nadal: প্রিয় ফ্রেঞ্চ ওপেনে প্রথম রাউন্ডেই হার, হতাশাজনক বিদায় রাফায়েল নাদালের

ওপেন যুগে গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় স্পেনের কিংবদন্তি রাফায়েল নাদাল। তবে কেরিয়ারের শেষ দিকে এসে চোট-আঘাতের কারণে ফর্ম হারিয়ে ফেলেছেন এই তারকা।

ফ্রেঞ্চ ওপেনে প্রত্যাবর্তনে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না স্পেনের কিংবদন্তি রাফায়েল নাদাল। সোমবার পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন এই তারকা। চতুর্থ বাছাই জার্মানির আলেকজান্ডার জাভেরেভের কাছে হেরে গেলেন নাদাল। তাঁর বিরুদ্ধে ম্যাচের ফল ৩-৬,৬-৭,৩-৬। ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল রোলা গাঁরোয় বরাবরই ভালো পারফরম্যান্স দেখান। তিনি এবারও চ্যাম্পিয়ন হবেন বলে আশায় ছিলেন অনুরাগীরা। কিন্তু হতাশ করলেন এই স্প্যানিশ তারকা। তিনি চোট সারিয়ে কোর্টে ফিরলেও, এখনও পুরনো দাপট ফিরে পাননি। জাভেরেভের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্স দেখাননি নাদাল। কিন্তু তাঁর পারফরম্যান্স জয় পাওয়ার মতো ছিল না।

আর গ্র্যান্ড স্ল্যাম জিততে পারবেন নাদাল?

Latest Videos

চোটের জন্য বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি নাদাল। তবে ফিট হয়ে ওঠায় প্রিয় ফ্রেঞ্চ ওপেনে খেলতে নামেন এই তারকা। সোমবারের ম্যাচে তাঁর র‍্যাকেট থেকে কয়েকটি অসাধারণ শট দেখা যায়। ভালো লড়াই করেন স্প্যানিশ কিংবদন্তি। বরাবরের মতোই এবারও দর্শকদের সমর্থন ছিল নাদালেরই দিকে। তাঁর প্রতিটি শটেই দর্শকদের উচ্ছ্বাস দেখা যাচ্ছিল। ৩ ঘণ্টা ৫ মিনিট ধরে লড়াই করেন নাদাল। কিন্তু দর্শকদের হতাশ করে তিনি হেরে গেলেন। কেরিয়ারে এই নিয়ে তৃতীয়বার ফ্রেঞ্চ ওপেনে কোনও ম্যাচে হেরে গেলেন নাদাল। তিনি ২০২২ সালের ফ্রেঞ্চ ওপেন সেমি-ফাইনালে জাভেরেভকে হারিয়ে দেন। এবার সেই হারের প্রতিশোধ নিলেন জার্মানির তারকা।

গ্র্যান্ড স্ল্যামে খেলবেন নাদাল?

ফ্রেঞ্চ ওপেনের পরেই শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন। এই টুর্নামেন্টে নাদাল খেলবেন কি ন এখনও জানা যায়নি। তবে উইম্বলডনে যদি নাদাল খেলেন, তাহলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে নামবেন এই তারকা। তিনি অবসর নেওয়ার আগে ফের গ্র্যান্ড স্ল্যাম জিততে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'চিরশত্রু' নাদাল থেকে 'বন্ধু' সচিন, ফেডেক্সের বিদায়ে ব্যথিত সকলেই , কী বললেন তারা

ঘরবন্দি অবস্থায় বাড়ির উঠোনে বোনের সঙ্গে টেনিস খেললেন রাফায়েল নাদাল, ভাইরাল ভিডিও

১৪ বছরের বান্ধবীকে বিয়ে করলেন নাদাল, ছবির কোলাজে সম্পর্কের রসায়ন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News