GIPKL 2025 Final: দুরন্ত লড়াই, পুরুষদের ফাইনালে জয় ছিনিয়ে নিল মারাঠি ভালচার, ফলাফল কী হল?

Published : May 01, 2025, 01:18 AM IST

GIPKL 2025 Final: গ্লোবাল ইন্ডিয়ান প্রবাসী কাবাডি লিগের পুরুষদের ফাইনালে মারাঠি ভালচারস ১০ পয়েন্টের ব্যবধানে তামিল লায়ন্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

PREV
110
গুরুগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল গ্লোবাল ইন্ডিয়ান প্রবাসী কাবাডি লিগের পুরুষদের ফাইনাল

মারাঠি ভালচারস সেই ম্যাচে ১০ পয়েন্টের ব্যবধানে তামিল লায়ন্সকে পরাজিত করেছে।

210
হরিয়ানার গুরুগ্রামে গ্লোবাল ইন্ডিয়ান প্রবাসী কাবাডি লিগের ২০২৫ সালের প্রথম সিজনটি অনুষ্ঠিত হল

গত ১৮ এপ্রিল থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। 

410
ফাইনালে কারা মুখোমুখি হয়?

 তামিল লায়ন্স এবং মারাঠি ভালচারস ফাইনালের লড়াইতে খেলতে নামে। 

510
৩০ এপ্রিল বুধবার, গ্লোবাল ইন্ডিয়ান প্রবাসী কাবাডি লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল

আর সেখানেই জয় পেল মারাঠি ভালচারস। 

610
পুরুষ বিভাগে মারাঠি ভালচারস এবং মহিলা বিভাগে তামিল লায়নেস চ্যাম্পিয়ন হয়েছে

দুটি দলকেই অভিনন্দন জানিয়েছেন উপস্থিত দর্শকরা।

710
সুনীল মোট ১১ পয়েন্ট নিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন

বিশাল ৯ পয়েন্ট নিয়েছেন এবং রাহুল ৬টি গুরুত্বপূর্ণ ট্যাকল পয়েন্ট এনে দেন দলকে।

810
মারাঠি ভালচাররা ৩৮-৩৬ স্কোরে পাঞ্জাবি টাইগার্সকে হারিয়ে এই জয় ছিনিয়ে নেয়

বিশেষ অতিথি হিসেবে হরিয়ানা সরকারের শিল্প এবং বাণিজ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি ডি. সুরেশ, আইএএস, ও হোলিস্টিক ইন্টারন্যাশনাল প্রবাসী ক্রীড়া সংস্থার (HIPSA) সভাপতি গান্ধী ডি. সুরেশ ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন।

910
হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল গোটা ম্যাচে

সেটা স্কোর দেখেই বোঝা যাচ্ছে। 

1010
কিন্তু চাপের মুখেও দৃঢ়প্রতিজ্ঞ ছিল মারাঠি ভালচার
click me!

Recommended Stories