GIPKL 2025 Final: গ্লোবাল ইন্ডিয়ান প্রবাসী কাবাডি লিগের পুরুষদের ফাইনালে মারাঠি ভালচারস ১০ পয়েন্টের ব্যবধানে তামিল লায়ন্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে হরিয়ানা সরকারের শিল্প এবং বাণিজ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি ডি. সুরেশ, আইএএস, ও হোলিস্টিক ইন্টারন্যাশনাল প্রবাসী ক্রীড়া সংস্থার (HIPSA) সভাপতি গান্ধী ডি. সুরেশ ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন।