টানা ৩ ম্যাচে অধরা জয়, এটিকে মোহনবাগানে কোচ বদলের জল্পনা, একনজরে সেরা ১০

বৃহস্পতিবার শুরু হচ্ছে রঞ্জি ট্রফি ফাইনাল। ঘরের মাঠে তৃতীয়বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হতে মরিয়া বাংলা দল। ইডেন গার্ডেন্সে এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে নানা উদ্য়োগ নিচ্ছে সিএবি।

ফের হার এটিকে মোহনবাগানের

ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি-র কাছে ১-২ হার, জামশেদপুর এফসি-র সঙ্গে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র, অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসি-র কাছে ০-১ হার। আইএসএল-এ সুপার সিক্সে থাকা নিয়ে হঠাৎই সমস্যায় এটিকে মোহনবাগান। মঙ্গলবার যেভাবে হারল দল, তাতে কোচ হুয়ান ফেরান্দোকে নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে। ৭৯ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নেমে ৮৬ মিনিটে জয়সূচক গোল করেন বার্থোলোমিউ ওগবেচে। এটিকে মোহনবাগান গোলের একাধিক সুযোগ পেয়েছিল কিন্তু জালে বল জড়াতে পারেনি। ট্রান্সফার উইন্ডোতে ফেরান্দো যে বদল করেছেন, সেটা মোটেই কার্যকরী হয়নি। হুগো বুমোস না থাকলেই আটকে যাচ্ছে দল। অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রি পেট্রাটস একা পড়ে যাচ্ছেন। কোচের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠছে। ক্লাবের অন্দরে খবর, কোচ বদল করা হতে পারে। একাধিক নাম নিয়ে আলোচনা চলছে। দল কলকাতা ফিরলে কোচের সঙ্গে কথাও বলতে পারে ম্যানেজমেন্ট। ফেরান্দোর উপর আস্থা হারাচ্ছে ক্লাব।

Latest Videos

ব্যাডমিন্টনে বড় জয়

এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপস ব্যাডমিন্টনে কাজাকস্তানকে ৫-০ উড়িয়ে দিল ভারত। সহজ জয় পেয়েছেন পিভি সিন্ধু, এইচ এস প্রণয়। বুধবার দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে সংযুক্ত আরব আমিরশাহি। এই গ্রুপে আছে মালয়েশিয়াও।

উইমেনস প্রিমিয়ার লিগ

উইমেনস প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা হয়ে গেল। ৪ মার্চ প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ানস। ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হবে এই লিগের সব ম্যাচ। ফাইনাল ২৬ মার্চ।

বিস্তারিত দেখুন-

বিতর্কে চেতন শর্মা

একটি টেলিভিশন চ্যানেলের স্টিং অপারেশনে ভারতীয় ক্রিকেট দল সম্পর্কে একাধিক বিতর্কিত মন্তব্য করলেন প্রধান নির্বাচক চেতন শর্মা। প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির ইগোর লড়াইয়ের কথাও উল্লেখ করেছেন চেতন।

রঞ্জি ট্রফি ফাইনাল

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফি ফাইনাল শুরু হচ্ছে। ইডেনের পিচ বরাবরই স্পোর্টিং হয়। পেসারদের পাশাপাশি স্পিনাররাও সুবিধা পান। এবারও গ্রিন টপ থাকছে। ঘাস ছাঁটা হবে না বলে জানিয়ে দিয়েছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। ফলে দিনের শুরুতে পেসাররা সাহায্য পাবেন।

হার্দিক পান্ডিয়ার বিয়ে

রাজস্থানের উদয়পুরে স্ত্রী নাতাস স্ট্যানকোভিচকে নতুন করে বিয়ে করলেন ভারতীয় দলের তারকা ব্যাটার হার্দিক পান্ডিয়া। তাঁদের বিয়ের অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই অনুষ্ঠানে হার্দিক-নাতাসার সঙ্গে দেখা যায় তাঁদের ছেলে অগস্ত্যকেও।

মহিলাদের টি-২০ বিশ্বকাপ

বুধবার মহিলাদের টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর এই ম্যাচেও জয় পেলে সেমি ফাইনালের দিকে অনেকটা এগিয়ে যাবে ভারত। চোটের জন্য এদিনও অনিশ্চিত স্মৃতি মন্ধানা।

বিস্তারিত দেখুন-

প্রধানমন্ত্রী সকাশে পূজারা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন চেতেশ্বর পূজারা। মঙ্গলবার তাঁদের সাক্ষাৎ হয়। দিল্লিতে শততম টেস্ট ম্যাচ খেলতে চলেছেন পূজারা। এই ম্যাচের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পূজারা।

দলে ফিরলেন শ্রেয়াস আইয়ার

চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন শ্রেয়াস আইয়ার। বিসিসিআই মেডিক্যাল টিম তাঁকে ফিট সার্টিফিকেট দিয়েছে। ফলে দিল্লিতে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে থাকতে বাধা নেই এই মিডল অর্ডার ব্যাটারের।

বিস্তারিত দেখুন-

দিল্লিতে নিঃশেষিত টিকিট

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার তিন দিন আগেই বিক্রি হয়ে গেল সব টিকিট। সাধারণ দর্শকদের জন্য ২৪ হাজার টিকিট ছাড়া হয়েছিল। কোনও টিকিটই আর পড়ে নেই। ফলে অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারির সব আসন পূর্ণ থাকছে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী