স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণে জাতীয় ক্রীড়ানীতি নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর
জাতীয় ক্রীড়ানীতি ২০২৫
শুক্রবার দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে জাতীয় ক্রীড়ানীতি ২০২৫ নিয়ে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের মতো প্রতিযোগিতাগুলির মাধ্যমে সারা দেশ থেকে ক্রীড়াবিদদের তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মতে, একসময় বলা হত, খেলার ফলে পড়া থেকে মন সরে যায়। কিন্তু এখন শিক্ষার পাশাপাশি খেলায় সাফল্যকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
DID YOU KNOW ?
জাতীয় ক্রীড়ানীতি ২০২৫
জাতীয় ক্রীড়ানীতি ২০২৫-এর ফলে দেশে খেলার উন্নতি হবে, আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
26
দেশে খেলার বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে, মত প্রধানমন্ত্রীর
দেশে ক্রীড়া মানসিকতা গড়ে উঠছে
স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লায় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘আজ, তাঁদের সন্তানরা খেলায় সাফল্য পেলে বাবা-মা গর্ব অনুভব করেন। দেশে ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে এই মানসিকতার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ প্রধানমন্ত্রীর মতে, দেশে খেলা নিয়ে মানসিকতার বদল হচ্ছে। এই কারণে শিশু-কিশোর-কিশোরীরা পড়ার পাশাপাশি খেলাতেও সাফল্য পাচ্ছে।
জাতীয় ক্রীড়া বিল ২০২৫ সংসদের উভয় কক্ষেই পাশ হয়ে যাওয়ার পর এবার আইনে পরিণত হওয়া সময়ের অপেক্ষা।
36
নতুন জাতীয় ক্রীড়ানীতির ফলে দেশে খেলার উন্নতি হবে, বার্তা প্রধানমন্ত্রীর
জাতীয় ক্রীড়ানীতির প্রশংসায় প্রধানমন্ত্রী
জাতীয় ক্রীড়ানীতি ২০২৫-এর প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'খেলার প্রচার ও প্রসারের জন্য আমরা কয়েক দশক পর জাতীয় ক্রীড়ানীতি নিয়ে এসেছি। এর ফলে খেলার উন্নতি হবে। স্কুল থেকে অলিম্পিক্স পর্যন্ত খেলার উন্নতি হবে। আমরা খেলার উন্নতির জন্য উপযুক্ত এক ব্যবস্থা গড়ে তুলব। কোচিং, ফিটনেস, পরিকাঠামোর উন্নতি করব। দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলার উন্নতি করা হবে।'
সংসদের বাদল অধিবেশনে দুই কক্ষেই পাশ হয়ে গিয়েছে, ফলে আইনে পরিণত হচ্ছে জাতীয় ক্রীড়া বিল
জাতীয় ক্রীড়া বিল
সংসদের চলতি বাদল অধিবেশনে লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে জাতীয় ক্রীড়া বিল। ফলে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে সম্মতি জানালেই আইনে পরিণত হবে জাতীয় ক্রীড়া বিল। ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য সংসদে জাতীয় ক্রীড়া বিল পাশ করানোর উদ্যোগ নেন। তাঁর সেই উদ্যোগ সফল হয়েছে। এই বিল আইনে পরিণত হওয়ার পর বিভিন্ন ক্রীড়া সংস্থার কার্যকলাপের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়বে।
56
সারা দেশের মানুষকে মেদ ঝরিয়ে ফিট হয়ে ওঠার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী
ফিটনেস-বার্তা প্রধানমন্ত্রীর
স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'আমি যখন খেলা ও ফিটনেসের কথা বলছি, তখন আমি স্থূলতার বিষয়েও কথা বলতে চাই। দেশের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্থূলতা। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে ভারতীয় নাগরিকদের এক-তৃতীয়াংশ স্থূলতার শিকার হবেন। স্থূলতার বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের রান্না ও খাবারে তেলের ব্যবহার কমাতে হবে।'
66
সারা দেশে অ্যাথলেটিক্সের উন্নতির উদ্যোগ সরকারের, বার্তা প্রধানমন্ত্রীর
দেশে অ্যাথলেটিক্সের উন্নতি
শুক্রবার স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে এখন খেলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার প্রবণতা বাড়ছে। দেশের দূরতম প্রান্তেও অ্যাথলেটিক্সের প্রচার ও প্রসারের জন্য চেষ্টা করছে সরকার। এর ফলে দেশে অ্যাথলেটিক্সের উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে দেশে খেলার আরও উন্নতি হবে।