আগামী সপ্তাহে শুরু হচ্ছে প্রথম খো খো বিশ্বকাপ, কেমন প্রস্তুতি ভারতীয় দলের?

কবাডির মতোই ভারতের গ্রামাঞ্চলের জনপ্রিয় খেলা খো খো। এই খেলা এবার আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়েছে। খো খো বিশ্বকাপও হতে চলেছে।

১৯৫১ সালে ভারতে প্রথম এশিয়ান গেমস হয়েছিল। সেই নয়াদিল্লিতেই এবার প্রথম খো খো বিশ্বকাপ হতে চলেছে। ভারতের গ্রামাঞ্চলে দীর্ঘদিন ধরে জনপ্রিয় খেলা খো খো। কবাডির মতোই খো খো খেলাও যাতে অলিম্পিক্সে জায়গা পায় সেই দাবি উঠছে। খো খো বিশ্বকাপ সেই পথে বড় পদক্ষেপ হতে চলেছে। আগামী সপ্তাহে শুরু হচ্ছে খো খো বিশ্বকাপ। পুরুষদের পাশাপাশি মহিলাদের প্রতিযোগিতাও হবে। পুরুষদের বিভাগে ২০টি দল লড়াই করছে এবং মহিলাদের বিভাগে ১৯টি দল লড়াই করছে। ১৩ জানুয়ারি নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে খো খো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হচ্ছে ভারত।

কোন ফর্ম্যাটে হচ্ছে খো খো বিশ্বকাপ?

Latest Videos

খো খো বিশ্বকাপের বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে গ্রুপ পর্যায়ের পর কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং ফাইনাল হবে। প্রতিটি গ্রুপ থেকে দুই শীর্ষস্থানীয় দল কোয়ার্টার-ফাইনালের যোগ্যতা অর্জন করবে। প্রতিটি দলে ১২ জন করে খেলোয়াড় থাকছেন। ভারতের পুরুষদের দল গ্রুপ এ-তে নেপাল, পেরু, ব্রাজিল ও ভুটানের সঙ্গে আছে। গ্রুপ বি-তে আছে দক্ষিণ আফ্রিকা, ঘানা, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস ও ইরান। গ্রুপ সি-তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড। গ্রুপ ডি-তে আছে ইংল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কেনিয়া। মহিলাদের বিভাগে গ্রুপ এ-তে ভারতের সঙ্গে আছে ইরান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া। গ্রুপ বি-তে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কেনিয়া, উগান্ডা, নেদারল্যান্ডস। গ্রুপ সি-তে আছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জার্মানি, বাংলাদেশ। গ্রুপ ডি-তে আছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পোল্যান্ড, পেরু, ইন্দোনেশিয়া।

বুধবার ভারতের দল ঘোষণা

ভারতের পুরুষ ও মহিলা দল ঘোষণা করা হবে বুধবার। খো খো বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে পুরুষ ও মহিলাদের বিভাগে ৬০ জন করে খেলোয়াড়কে ডাকা হয়েছিল। তাঁদের মধ্যে থেকে ১৫ জন করে খেলোয়াড়কে চূড়ান্ত দলে বেছে নেওয়া হবে। মহিলা দলের অধিনায়ক নাসরিন শেখ জানিয়েছেন, ক্রিকেটের মতোই জনপ্রিয় হয়ে উঠেছে খো খো। পুরুষ দলের অধিনায়ক প্রতীক ওয়াইকার জানিয়েছেন, তাঁদের প্রস্তুতি ভালোভাবেই চলছে। দেশের মাটিতে প্রথমবারের খো খো বিশ্বকাপে ভালো ফলের বিষয়ে আশাবাদী ভারতের পুরুষ ও মহিলা দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পাকিস্তান মানেই আজব সব জিনিস, থাপ্পড় মারার কবাডি খেলায় মেতেছে সেদেশের মানুষ, ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

ইরানের বিরুদ্ধে সহজ জয়, ফের এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ জিতল ভারতীয় দল

সামারসল্ট দিতে গিয়ে বেকায়দায় পড়ে মৃত্যু কবাডি প্লেয়ারের, দেখুন মর্মান্তিক ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় | Bhangar News Today
‘India ফুঁ দিলে Bangladesh উড়ে যাবে’ Muhammad Yunus-কে চরম হুঁশিয়ারি Agnimitra Paul-এর, দেখুন
Hooghly News Today:পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য Chandannagar-এ
বাড়ির ছাদে অ্যাকুরিয়াম! চৌবাচ্চায় মাছ চাষ! পানীয় জল নিয়ে এইসব হচ্ছে জানতেই পারেনি কেউ | Hooghly News
Suvendu Adhikari Live : বাংলাদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি | Asianet News Bangla