কোর্টের বাইরে 'লাভ অল', বিয়ে সেরে নিলেন দেশের সেরা মহিলা শাটলার পি ভি সিন্ধু

Published : Dec 23, 2024, 04:50 PM ISTUpdated : Dec 23, 2024, 05:50 PM IST
PV Sindhu

সংক্ষিপ্ত

গত কয়েক বছর ধরে ব্যাডমিন্টন কোর্টে সেভাবে সাফল্য পাচ্ছেন না দেশের সেরা মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু। তবে কোর্টের বাইরে তাঁর ভালোই সময় কাটছে।

বিয়ে সেরে নিলেন দেশের সেরা মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু। তিনি প্রেমিক ভেঙ্কট দত্ত সাইকে বিয়ে করেছেন। রবিবার সকালে রাজস্থানের উদয়পুরে সিন্ধু ও ভেঙ্কটের বিয়ে হয়েছে। তেলুগু রীতি মেনেই তাঁরা বিয়ে করেছেন। এই বিয়ের অনুষ্ঠানে সিন্ধু ও ভেঙ্কটের পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধুরাও ছিলেন। রাজস্থানের অন্যতম বিখ্যাত শহর উদয়পুর। এই শহরের সৌন্দর্য অসাধারণ। সেখানেই বিয়ে করলেন সিন্ধু ও ভেঙ্কট। তাঁরা এখনও পর্যন্ত বিয়ের কথা ঘোষণা করেননি। তাঁদের পরিজনরাও বিয়ের ছবি শেয়ার করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় সিন্ধু ও ভেঙ্কটের বিয়ের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই বিয়ের অনুষ্ঠানে ছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। নবদম্পতিকে আশীর্বাদ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সিন্ধুর অনুগামীরা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

মঙ্গলবার সিন্ধু-ভেঙ্কটের রিসেপশন

বিয়েতে খুব বেশি নিমন্ত্রিত না থাকলেও, মঙ্গলবার নিজের শহর হায়দরাবাদে জাঁকজমকপূর্ণ রিসেপশনের ব্যবস্থা করেছেন সিন্ধু। এই রিসেপশনে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি বন্ধুবান্ধব, সহ-খেলোয়াড়রা থাকবেন। ভেঙ্কটেরও পরিবার-পরিজন, বন্ধুরা রিসেপশনে থাকবেন।

 

 

কয়েকদিন ধরে চলছে সিন্ধুর বিয়ের অনুষ্ঠান

সিন্ধুর বাবা পি ভি রমানা জানিয়েছেন, তাঁদের সঙ্গে ভেঙ্কটের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। তবে বিয়ের কথা হয়েছে সম্প্রতি। মাসখানেক আগে বিয়ে ঠিক হয়। তারপরেই ভেঙ্কটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন সিন্ধু। তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন। সিন্ধুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, গত শুক্রবার বিয়ের অনুষ্ঠান শুরু হয়। হলদি, পেল্লিকুথুরু, মেহেন্দির পর বিয়ে হল। বিয়ের দিন ক্রিম রঙের শাড়ি পরেছিলেন সিন্ধু। ভেঙ্কটের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পতাকা হাতে সিন্ধু, শরৎ কমল, প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে চমক

'জীবনের অন্যতম সেরা সম্মান,' অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করা নিয়ে রোমাঞ্চিত সিন্ধু

নতুন বছরে খোশমেজাজে পিভি সিন্ধু, ইনস্টাগ্রামে নাচের ভিডিও পোস্ট করলেন এই শাটলার

PREV
click me!

Recommended Stories

জুনিয়র হকি বিশ্বকাপ: আর্জেন্টিনার বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন, ব্রোঞ্জ ভারতের
দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা