Kho Kho WC 2025: শুরুতেই বাজিমাৎ ভারতের! নেপালকে দুরমুশ করে দুর্দান্ত জয় টিম ইন্ডিয়ার

Published : Jan 14, 2025, 03:16 PM ISTUpdated : Jan 14, 2025, 03:51 PM IST
Kho Kho WC 2025

সংক্ষিপ্ত

দুরন্ত জয় ভারতের। 

অধিনায়ক প্রতীক ওয়াইকারের নেতৃত্বে ভারতের অলরাউন্ড পারফরম্যান্স এই জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছে।

এই ম্যাচের শুরু থেকেই দারুণ খেলা উপহার দেয় ভারত। নেপালের প্রথম তিনজন ডিফেন্ডারকে মাত্র ৬০ সেকেন্ডের টার্নে প্যাঁচে ফেলে দেয় দেশের ছেলেরা। প্রতীক ওয়াইকার এবং রামজি কাশ্যপের দুর্দান্ত জাম্পের সাহায্যে ভারত তিন মিনিট বাকি থাকতেই ১৪ পয়েন্টের বিশাল লিড নিয়ে ফেলে।

তবে শুধু অধিনায়ক প্রতীক ওয়াইকারই নন। শচীন ভার্গোও বেশ ভালো খেলা উপহার দেন। বিরতিতেই স্কোর ২৪ পয়েন্টে পৌঁছে যায়। আর সেখানে নিয়ে যাওয়ার জন্য বড় অবদান রয়েছে তাঁর। একটি দর্শনীয় স্কাইডাইভও দেন তিনি।

যদিও টার্ন ২-তে ছয় পয়েন্ট স্কোর করতে নেপালের আরও ২ মিনিটের প্রয়োজন ছিল। কিন্তু শক্তিশালী ছিল ভারতীয় দল এবং ডিফেন্ডারদের পারফরম্যান্সও ছিল বেশ নজরকাড়া। নেপাল অবশ্য ২০ পয়েন্ট স্কোর করতে পেরেছিল। নেপালের অলরাউন্ডার যোগেন্দ্র রানা প্রধান বেশ আক্রমণাত্মক খেলেন এদিন। দুটি ডাইভ সহ চার পয়েন্ট অর্জন করেন তিনি।

খো খো বিশ্বকাপ ২০২৫-এর শুরু থেকেই যেন স্বপ্নের দৌড় শুরু করেছে ভারত। ক্রমশই যেন ভারত ম্যাচের দখল নিতে থাকে। ধীরে ধীরে ২৪ পয়েন্ট থেকে ৪২ পয়েন্টে পৌঁছে যায় ভারত। দলকে লিড দিতে থাকেন প্লেয়াররা। ম্যাচের চতুর্থ টার্নে এসে ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। .

কিন্তু নেপাল চেষ্টা করেও খেলায় ফিরতে পারেনি। টিম ইন্ডিয়া একটি দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ৪২-৩৭ ব্যবধানে।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে