Kho Kho WC 2025: তৈরি হচ্ছে দেশ! মেগা টুর্নামেন্টের জন্য দল ঘোষণা ভারতের, নেতৃত্বে প্রতীক

আসন্ন খো খো বিশ্বকাপকে সামনে রেখে খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া (KKFI) আনুষ্ঠানিকভাবে খো খো ভারতের পুরুষ এবং মহিলাদের দল ঘোষণা করেছে।

এই খো খো বিশ্বকাপে গোটা পৃথিবীর মোট ৩৯টি দেশ অংশগ্রহণ করবে। আর যেখানে প্রতীক ওয়াইকার ভারতীয় পুরুষ দলের অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন।

সবথেকে বড় বিষয় হল তাঁর ৩২ বছরের অভিজ্ঞতা এবং নেতৃত্বের দক্ষতা। যা দেশকে এই লেভেলের টুর্নামেন্টে লাইমলাইটে নিয়ে আসবে বলেই মোট ক্রীড়াপ্রেমীদের। অনেকেই বলছেন, তাঁর স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ, তিনি বহু প্রত্যাশিত খো খো বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন।

Latest Videos

প্রতীক ওয়াইকার এমনিতেই ভারতীয় খো খো দলের অন্যতম পরিচিত একটি নাম। কারণ, তিনি একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং আসন্ন খো খো বিশ্বকাপে ২০২৫ সালে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন।

প্রতীক ওয়াইকার মাত্র ৮ বছর বয়স থেকে খো খো খেলা শুরু করেন। অর্থাৎ, ছোট থেকেই তাঁর আগ্রহ এই খেলাধুলায়। কারণ, তাঁর পারিবারিক পটভূমি। খো খো খেলার আগে মহারাষ্ট্রে জন্মগ্রহণকারী এই খেলোয়াড়টি ভারতের আরেকটি স্থানীয় খেলা ল্যাংডি খেলতেন।

ভারতের হয়ে অনূর্ধ্ব-১৮ বিভাগে তার দুর্দান্ত পারফরম্যান্সের পরেই প্রতীক ওয়াইকার লাইমলাইট পেয়েছিলেন। পরবর্তীতে সেই সুবাদেই একটি সরকারি চাকরি পান। যা তাঁকে আর্থিক স্থিতিশীলতা এনে দেয় এবং তাঁর পারিবারিক পরিস্থিতিরও উন্নতি ঘটাতে সাহায্য করে।

গত ২০১৬ সালে, তিনি প্রথমবারের জন্য আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। এরপর থেকে তিনি জাতীয় দলের হয়ে মোট ৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন।

শিক্ষাগত দিক দিয়েও প্রতীক যথেষ্ট সমৃদ্ধ। ফিন্যান্সে স্নাতকোত্তর করার আগে তিনি কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। গত বছর, প্রতীক ওয়াইকার ৫৬ তম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপে মহারাষ্ট্রকে সেরার শিরোপা এনে দিয়েছিলেন।

ভারতীয় দলঃ প্রতীক ওয়াইকার (অধিনায়ক), প্রবাণী সবর, মেহুল, শচীন ভার্গো, সুয়শ গারগেট, রামজি কাশ্যপ, শিবা পোথির রেড্ডি, আদিত্য গনপুলে, গৌথাম এমকে, নিখিল বি, আকাশ কুমার, সুব্রামণি ভি., সুমন বর্মণ, অনিকেত পোটে, এস রোকেসন সিং

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের ছোট-মাঝারি-বড় সব মাথার ছাতা Mamata Banerjee', তীব্র আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj
পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য Canning-এ | South 4 Parganas News Today
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today