
মঙ্গলবার, নয়াদিল্লীতে খো খো বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ১৭৫-১৮ ব্যবধানে জয় নিশ্চিত করেছে ভারতের মহিলা দল।
তবে এই হার নিঃসন্দেহে দক্ষিণ কোরিয়ার জন্য বড় বিপর্যয়। ভারত টার্ন ২-এ তাদের ১৫জন ডিফেন্ডারের পুরো ব্যাচকে একযোগে আউট করে দিয়েছিল।
দৃঢ়প্রতিজ্ঞ মীনু যেন শুরু থেকেই জ্বলে ওঠে। আর তা যেন কোরিয়ানদের জন্য আরও দুর্দশা ডেকে আনে। ম্যাগি, নাসরীন শেখ, এবং রেশমা রাঠোরের মতো ভারতীয় ডিফেন্ডাররা ছিলেন বলেই কাজ অনেকটাই সহজ হয়ে যায় ভারতের। আর সেই সুবাদেই ভারত নিজেদের দ্বিতীয় ড্রিম রানটি শুরু করে। কারণ, সেই টার্নটি ২-১০ স্কোরের সঙ্গেই শেষ হয়েছিল।
ভারত টার্ন ২-তে দক্ষিণ কোরিয়াকে পিছনে ফেলার লক্ষ্য নিয়েই এগিয়ে চলতে থাকে। কিম, বায়েক এবং চো, কোরিয়ান ডিফেন্ডারদের প্রথম ব্যাচ মাত্র ৩৫ সেকেন্ডের মধ্যে রান আউট হয়ে যায়।
কারণ, ভারত বাকি টার্নের প্রায় তৈরি ছিল। পরবর্তী ৩৯ সেকেন্ডে আরও একটি ডিফেন্ডার রান আউট হয়ে যান এবং পরবর্তী ১২ সেকেন্ডে কোরিয়ানরা বিধ্বস্ত হয়ে যায় কার্যত।
ভারত খুব দ্রুত খেলার দখল নেয়। যদিও টার্ন-২ বাকি থাকতেই কোরিয়ানরা ৪৪-১০ ব্যবধানে নেমে গেছিল। শেষপর্যন্ত, ভারত একটা সময়ে ৯৪-১০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিয়েছিল। কারণ, ভারতীয় আক্রমণকারীরা স্বাচ্ছন্দ্যে একের পর এক পয়েন্ট অর্জন করে চলেছিল।
শেষপর্যন্ত, ১৫০ পয়েন্টের বেশি ব্যবধানে বাউটটি জেতে তারা। কারণ, স্কোরলাইন শেষপর্যন্ত শেষ হয় ১৭৫-১৮ ফলাফল নিয়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।