প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জেতেন পাকিস্তানের আর্শাদ নাদিম। ৮৯.৪৫ মিটার থ্রো করে রুপো পান নীরজ চোপড়া।
প্যারিস অলিম্পিক্স চলাকালীন মনু ভাকের ও তাঁর মায়ের সঙ্গে একান্তে কথা নীরজ চোপড়ার
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে প্যারিসে মনু ভাকের ও তাঁর মায়ের সঙ্গে নীরজ চোপড়াকে একান্তে কথা বলতে দেখা গিয়েছে। এরপরেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।
নীরজ চোপড়ার সঙ্গে বিশেষ সম্পর্কে জড়িয়ে পড়ার কথা অস্বীকার করেছেন মনু ভাকের
মনু ভাকেরের দাবি, ২০১৮ সাল থেকে নীরজ চোপড়ার সঙ্গে পরিচয় থাকলেও, তাঁদের মধ্যে আলাদা কোনও সম্পর্ক নেই।
প্যারিস অলিম্পিক্সের শেষদিকে নীরজ চোপড়ার সঙ্গে দেখা করে অভিনন্দন জানান সুনীল ছেত্রী
অলিম্পিক্সের শেষদিকে প্যারিসে যান ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী। তিনি নীরজ চোপড়ার সঙ্গে দেখা করে রুপো জয়ের জন্য অভিনন্দন জাুনান।
অলিম্পিক্সে টানা দ্বিতীয়বার পদক জয়ের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী
টোকিও অলিম্পিক্সের পর প্যারিস অলিম্পিক্সেও পদক জয়ের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৯০ মিটারের বেশি থ্রো করার লক্ষ্যে নীরজ চোপড়া
এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতায় ৯০ মিটারের বেশি থ্রো করতে পারেননি নীরজ চোপড়া। এবার সেই লক্ষ্যে এই অ্যাথলিট।