'অলিম্পিক্সে পদক হারানোর ঘটনা বেশ কিছুদিন মানসিক পীড়া দেবে,' জানালেন লক্ষ্য সেন

২০১২ থেকে টানা তিনবার অলিম্পিক্সে মহিলাদের ব্যাডমিন্টনে পদক জেতে ভারত। কিন্তু এবার প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টন থেকে পদক জিততে পারল না ভারত। পুরুষদের পাশাপাশি মহিলা শাটলাররাও হতাশ করেছেন।

Soumya Gangully | Published : Aug 21, 2024 3:54 PM
112
প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েও পদক জিততে পারলেন না লক্ষ্য সেন

প্যারিস অলিম্পিক্সে অসাধারণ লড়াই করেন উত্তরাখণ্ডের বিখ্যাত শৈলশহর আলমোড়ার তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন। কিন্তু তিনি অল্পের জন্য পদক জিততে পারলেন না।

212
প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে চতুর্থ হলেন লক্ষ্য সেন

প্যারিস অলিম্পিক্সের সেমি-ফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হারের পর ব্রোঞ্জ জয়ের ম্যাচে মালয়েশিয়ার লি জি জিয়ার কাছে হেরে যান লক্ষ্য সেন।

312
ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে ২ গেমেই ভালো জায়গায় থাকার পরেও হেরে যান লক্ষ্য সেন

ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে প্রথম গেমে চারবার গেম পয়েন্ট খোয়ান লক্ষ্য সেন। দ্বিতীয় গেমেও ভালো পারফরম্যান্স দেখান তিনি। কিন্তু তারপরেও জয় পাননি।

412
প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টন থেকে একাধিক পদকের আশায় ছিল ভারত, কিন্তু সারা দেশ হতাশ হল

২০১২, ২০১৬ ও ২০২০ সালের অলিম্পিক্সে মহিলাদের ব্যাডমিন্টনে পদক জেতার পর এবার খালি হাতেই ফিরতে হল ভারতীয় শাটলারদের।

512
প্যারিস অলিম্পিক্সে অবাছাই হিসেবে খেলেই পদক জয়ের কাছাকাছি পৌঁছে যান লক্ষ্য সেন

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে অবাছাই হিসেবে খেলেন লক্ষ্য সেন। তিনি জোনাতন ক্রিস্টি, চোউ তিয়েন-চেনকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে যান।

612
প্যারিস অলিম্পিক্সে নিজের পারফরম্যান্সে হতাশ হলেও, পদক জিততে না পারায় হতাশ লক্ষ্য সেন

মুম্বইয়ে এক অনুষ্ঠানে লক্ষ্য সেন জানিয়েছেন, প্যারিস অলিম্পিক্সে যে সাফল্য অর্জন করতে পেরেছেন তার জন্য গর্বিত হলেও, হেরে যাওয়ায় হতাশ। 

712
প্যারিস অলিম্পিক্সে পদক হারানোর আফশোস এখনও দূর হচ্ছে না লক্ষ্য সেনের

লক্ষ্য সেন বলেছেন, ‘প্যারিসে আমি যেভাবে খেলেছি তাতে খুশি। কিছু ক্ষেত্রে গর্বও হয়েছে। কিন্তু হেরে যাওয়ার ঘটনা বেশ কিছুদিন আমাকে পীড়া দেবে।’

812
প্যারিস অলিম্পিক্স থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে লক্ষ্য সেন

লক্ষ্য সেন জানিয়েছেন, ‘আমার খেলায় অনেক বদল আনতে হবে। ভবিষ্যতে আমাকে অনেক উন্নতি করতে হবে।’

912
প্যারিস অলিম্পিক্সের সেমি-ফাইনালে এগিয়ে গিয়েও হার মেনে নিতে পারছেন না লক্ষ্য সেন

ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে হার প্রসঙ্গে লক্ষ্য সেন বলেছেন, ‘দ্বিতীয় গেমে কোর্টে আমার সমস্যা হচ্ছিল। আমি জানতাম, এগিয়ে যাওয়ার পরেও শাটল নিয়ন্ত্রণে রাখতে পারব না। হঠাৎ ম্যাচের পরিস্থিতি বদলে যায়। ও ভালো খেলতে শুরু করে। ও সমতা ফেরানোর পরেও প্রতিটি পয়েন্টের জন্য আমি লড়াই করছিলাম। কিন্তু তাতে লাভ হল না।’

1012
ভবিষ্যতে কোর্টে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে লক্ষ্য সেন

লক্ষ্য সেন জানিয়েছেন, ‘আমি ম্যাচের শুরুতে যে কৌশলে খেলছি তা কাজে লাগছে। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি অন্যভাবে খেলতে পারতাম।’

1112
ভবিষ্যতে জয় পাওয়ার লক্ষ্যে আনফোর্সড এরর কমানোর লক্ষ্যে লক্ষ্য সেন

লক্ষ্য সেন বলেছেন, 'ম্যাচের শেষদিকে আমি ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। অনেক আনফোর্সড এরর করেছি। আমাকে একটু ধৈর্য ধরতে হবে।' 

1212
প্যারিস অলিম্পিক্সের পর কিছুদিন বিরতি নিয়ে তারপর কোর্টে ফিরতে চান লক্ষ্য সেন

জাপান ওপেনে খেলছেন না লক্ষ্য সেন। কিছুদিন একান্তে বিশ্রাম নিয়ে তারপর কোর্টে ফিরতে চান এই শাটলার।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos