নিজের ৭০ ফুটের মুর্তি নিজেই উদ্বোধন করলেন মেসি, ভার্চুয়াল অনুষ্ঠানে পাশে ছিলেন সুজিত বসু

Saborni Mitra   | ANI
Published : Dec 13, 2025, 01:12 PM IST
Lionel Messi Unveils Giant 70 Foot Statue in Kolkata India

সংক্ষিপ্ত

কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি শনিবার কলকাতার লেক টাউনে নিজের ৭০ ফুট লম্বা একটি মূর্তির ভার্চুয়ালি উদ্বোধন করেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তৈরি এই মূর্তি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসুও। 

কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি শনিবার কলকাতার লেক টাউনে নিজের ৭০ ফুট লম্বা একটি মূর্তির ভার্চুয়ালি উদ্বোধন করেন। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত বসু।

শনিবার সকালে 'সিটি অফ জয়'-এ পা রাখতেই আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তীকে ঘিরে অনুরাগীদের মধ্যে তুমুল উন্মাদনা দেখা যায়। বিশ্ব ফুটবলের এই আইকনকে এক ঝলক দেখার জন্য কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রচুর সমর্থক ভিড় জমান, যা ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে মেসির বিপুল জনপ্রিয়তা তুলে ধরে।

লিওনেল মেসির প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কলকাতার দক্ষিণ দমদম এলাকার লেক টাউনে লোহার তৈরি ৭০ ফুটের একটি বিশাল মূর্তি তৈরি করেছে।

নিজের মূর্তি নিজেই উদ্বোধন করলেন মেসি

এই মূর্তিতে মেসিকে ফিফা বিশ্বকাপের ট্রফি হাতে দেখানো হয়েছে, যা কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে তাঁর ঐতিহাসিক জয়ের প্রতীক। মূর্তিটি মেসি নিজে ভার্চুয়ালি উন্মোচন করেন, যা অনুরাগীদের জন্য এই মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছে। পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত বসু এর আগে জানিয়েছিলেন যে এই বিশাল মূর্তিটি রেকর্ড ৪০ দিনের মধ্যে তৈরি করা হয়েছে।

"এটি একটি বিশাল মূর্তি, উচ্চতা ৭০ ফুট। বিশ্বে মেসির এত বড় আর কোনও মূর্তি নেই। মেসি কলকাতায় আসছেন, এবং এখানে মেসির অনেক ভক্ত রয়েছে," তিনি এএনআই-কে বলেছিলেন।

উল্লেখ্য, ২০১১ সালের পর এটিই লিওনেল মেসির প্রথম ভারত সফর। এর আগের সফরে, এই কিংবদন্তী ফুটবলার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলেন, যেখানে আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল। ১৪ বছর পর তাঁর ফিরে আসা ফুটবল অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে, যারা এই বিশ্ব আইকনকে স্বাগত জানাতে এক বিশাল উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।

লিওনেল মেসির 'গোট ইন্ডিয়া ট্যুর'-এর প্রোমোটার এবং আয়োজক শতদ্রু দত্ত বলেছেন যে মেসির এই সফর সারা দেশে ফুটবলের প্রতি আনন্দ এবং নতুন করে উৎসাহের পরিবেশ তৈরি করেছে। "১৪ বছর পর মেসি ভারতে আসায় আনন্দের এক দারুণ পরিবেশ তৈরি হয়েছে... এটা ভক্তদের জন্যও ভালো, মেসিকে দেখার একটা সুযোগ। ভারতের সঙ্গে ফুটবলের সংযোগ আবার বাড়ছে। এর আগে কখনও এত স্পনসর ভারতীয় ফুটবলে আসেনি," শতদ্রু দত্ত সাংবাদিকদের বলেন। এই ৭০ ফুটের মূর্তিটি মেসির অতুলনীয় কৃতিত্ব এবং ভারতে ফুটবলের প্রতি ক্রমবর্ধমান আবেগের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর
Messi in Kolkata: ঘিরে রাখা মেসিকে দেখতেই পেলেন না অনেকে? এত টাকা খরচ করে টিকিট! যুবভারতীতে বিশৃঙ্খলা