
Wrestler Vinesh Phogat: প্যারিসে (2024 Summer Olympics Paris) ১০০ গ্রাম ওজন বেশি থাকায় নিশ্চিত পদক পাননি। তারপর কুস্তি থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেও, এবার খেলায় ফিরছেন ভিনেশ ফোগট। তিনি শুক্রবার ঘোষণা করেছেন, অলিম্পিক্সে পদক জেতাই তাঁর স্বপ্ন। সেই স্বপ্নপূরণের জন্য ফের লড়াই করতে চান। ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডলে এক আবেগঘন পোস্টে ভিনেশ জানিয়েছেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন, প্যারিসেই আমার লড়াই শেষ হয়ে গিয়েছে কি না। দীর্ঘদিন ধরে আমি এই প্রশ্নের কোনও জবাব দিতে পারিনি। আমার ম্যাট থেকে দূরে থাকা দরকার ছিল। যাবতীয় চাপ, প্রত্যাশা, এমনকী নিজের উচ্চাশা থেকেও দূরে থাকা জরুরি ছিল। দীর্ঘদিন পর আমি নিশ্চিন্তে সময় কাটাতে পেরেছি। আমি সময় নিয়ে আমার যাত্রার সাফল্য, হতাশা, আত্মত্যাগ উপলদ্ধি করতে পেরেছি। আমার এই নিজস্ব বিষয় অন্য কেউ জানে না। আমার অন্তরের উপলদ্ধি হল, আমি সত্যিই এখনও খেলা ভালোবাসি। আমি এখনও লড়াই করতে চাই।’
৩১ বছর বয়সি ভিনেশ চলতি বছরের জুলাইয়ে সন্তানের জন্ম দিয়েছেন। গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে (2024 Haryana Legislative Assembly Election) কংগ্রেস (Indian National Congress) প্রার্থী হিসেবে লড়াই করেন ভিনেশ। জুলানা বিধানসভা কেন্দ্র (Julana Assembly constituency) থেকে ৬,০০০ ভোটে জয় পান জয় পান এই ক্রীড়াবিদ। দেড় বছর কুস্তি থেকে দূরে সরে থাকার পর এবার তিনি ম্যাটে ফিরছেন। এই অলিম্পিয়ান জানিয়েছেন, ‘আমি যখন নীরব ছিলাম, তখন ভুলে যাওয়া বিষয় আবার মনে পড়েছে। আমি বুঝতে পেরেছি, আমার মধ্যে যে আগুন আছে তা কোনওদিন নেভেনি। শুধু ক্লান্তি ও নানা সমস্যার কারণে সেই আগুন চাপা পড়ে গিয়েছিল। শৃঙ্খলা, নির্দিষ্ট ছন্দ মেনে চলা, লড়াই সবসময় আমার মধ্যে আছে। আমি ম্যাট থেকে যত দূরেই গিয়ে থাকি না কেন, সবসময় কুস্তির মধ্যেই ছিলাম।’
প্যারিস অলিম্পিক্সে ফাইনালে পৌঁছে গেলেও, ফাইনালের দিন সকালে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় বাতিল হয়ে যান ভিনেশ। ফলে তিনি পদক পাননি। এবার ম্যাটে ফিরে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে (2028 Summer Olympics Los Angeles) পদকের লক্ষ্যে লড়াই করতে চান এই কুস্তিগীর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।