গত এক দশকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সফলতম ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। অলিম্পিক্সে জোড়া পদক জেতার পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়ন-সহ বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য পেয়েছেন সিন্ধু। তবে সম্প্রতি একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না তিনি।
এ বছর মাদ্রিদ মাস্টার্সে রানার-আপ হন পিভি সিন্ধু। তবে ইউএঅস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় তাঁকে। মালয়েশিয়া মাস্টার্স ও কানাডা ওপেনের সেমি-ফাইনালে পৌঁছন সিন্ধু।
1010
বিডব্লুএফ বিশ্ব র্যাঙ্কিং ধরে রেখেছেন লক্ষ্য সেন, কিদম্বী শ্রীকান্ত
বিডব্লুএফ বিশ্ব র্যাঙ্কিংয়ে ১ ধাপ নেমে ১০ নম্বরে এইচ এস প্রণয়। লক্ষ্য সেন ও কিদম্বী শ্রীকান্ত যথাক্রমে ১২ ও ২০ নম্বরে। ৩৬ নম্বরে নেমে গিয়েছেন সাইনা নেহওয়াল।