পরপর ব্যর্থতা, এক দশকে সবচেয়ে খারাপ র‍্যাঙ্কিং ভারতের সেরা শাটলার পিভি সিন্ধুর

গত এক দশকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সফলতম ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। অলিম্পিক্সে জোড়া পদক জেতার পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়ন-সহ বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য পেয়েছেন সিন্ধু। তবে সম্প্রতি একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না তিনি।

Soumya Gangully | Published : Jul 18, 2023 2:17 PM IST
110
গত এক দশকে বিডব্লুএফ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে খারাপ জায়গায় পিভি সিন্ধু

বিডব্লুএফ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে নেমে গিয়েছেন পিভি সিন্ধু। এটাই সাম্প্রতিক সময়ে তাঁর সবচেয়ে খারাপ র‍্যাঙ্কিং।

210
বিডব্লুএফ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে একধাক্কায় ৫ ধাপ নেমে গিয়েছেন পিভি সিন্ধু

বিডব্লুএফ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১২ নম্বরে ছিলেন পিভি সিন্ধু। সেখান থেকে অনেকটাই পিছিয়ে পড়েছেন এই শাটলার।

310
এখন ১৪টি টুর্নামেন্ট খেলে পিভি সিন্ধুর সংগ্রহ ৪৯,৪৮০ পয়েন্ট, সেই কারণেই পিছিয়ে পড়েছেন তিনি

এশিয়ান গেমসের আগে বিডব্লুএফ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে পিভি সিন্ধুর পিছিয়ে পড়া ভারতের পক্ষে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

410
চোটের জন্য কয়েকমাস কোর্টের বাইরে ছিলেন সিন্ধু, তখনই ছন্দ হারিয়েছেন তিনি

চোটের জন্য ৫ মাস মাঠের বাইরে ছিলেন পিভি সিন্ধু। এরপর কোর্টে ফিরলেও, ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না এই তারকা। 

510
সম্প্রতি একের পর এক টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্স পিভি সিন্ধুর

২০১৩ সালের জানুয়ারিতে বিডব্লুএফ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে ছিলেন পিভি সিন্ধু। তারপর এই প্রথম তিনি এত খারাপ জায়গায়। 

610
টানা ৭ বছর ধরে বিডব্লুএফ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০ জনের মধ্যে ছিলেন পিভি সিন্ধু

২০১৬ সালের ২ এপ্রিল বিডব্লুএফ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে পৌঁছে যান পিভি সিন্ধু। এটাই এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং। 

710
আগামী বছরের এপ্রিলের মধ্যে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে হবে সিন্ধুকে

প্যারিস অলিম্পিক্সেও পদক জয়ের লক্ষ্যেই খেলতে নামবেন পিভি সিন্ধু। অলিম্পিক্সের আগে ফর্মে ফেরাই তাঁর লক্ষ্য। 

810
অলিম্পিক্সের আগে ফর্মে ফেরার লক্ষ্যে নতুন কোচ নিয়োগ করেছেন পিভি সিন্ধু

প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন এবং বর্তমানে কোচ ইন্দোনেশিয়ার মহম্মদ হাফিজ হাশিমের সঙ্গে কাজ শুরু করেছেন পিভি সিন্ধু। 

910
চলতি মরসুমে পিভি সিন্ধুর সবচেয়ে ভালো পারফরম্যান্স মাদ্রিদ মাস্টার্সের ফাইনালে পৌঁছনো

এ বছর মাদ্রিদ মাস্টার্সে রানার-আপ হন পিভি সিন্ধু। তবে ইউএঅস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় তাঁকে। মালয়েশিয়া মাস্টার্স ও কানাডা ওপেনের সেমি-ফাইনালে পৌঁছন সিন্ধু। 

1010
বিডব্লুএফ বিশ্ব র‍্যাঙ্কিং ধরে রেখেছেন লক্ষ্য সেন, কিদম্বী শ্রীকান্ত

বিডব্লুএফ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১ ধাপ নেমে ১০ নম্বরে এইচ এস প্রণয়। লক্ষ্য সেন ও কিদম্বী শ্রীকান্ত যথাক্রমে ১২ ও ২০ নম্বরে। ৩৬ নম্বরে নেমে গিয়েছেন সাইনা নেহওয়াল। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos