পেশির চোটে কাবু, পরপর ২টি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার নীরজ চোপড়ার

দোহা ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নীরজ চোপড়ার সময় ভালো যাচ্ছে না। পেশির চোটে কাবু হয়ে পড়েছেন এই অ্যাথলিট। পরপর ২টি টুর্নামেন্টে যোগ দিতে পারলেন না তিনি। এশিয়ান গেমস ও আগামী বছরের অলিম্পিক্সের আগে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না নীরজ।

Web Desk - ANB | Published : Jun 10, 2023 9:42 PM
110
ফিনল্যান্ডের তুরকুতে অনুষ্ঠিত হতে চলা পাভো নুরমি গেমস থেকে নাম প্রত্যাহার করে নিলেন নীরজ চোপড়া

গত মাসে পেশিতে চোট পান। সেই চোট এখনও পুরোপুরি সারেনি। এই কারণে ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসে যোগ দিচ্ছেন না এই মুহূর্তে ভারতের সেরা অ্যাথলিট নীরজ চোপড়া। পরপর ২টি প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিলেন তিনি। 

210
স্বাস্থ্যের কারণে নাম প্রত্যাহার করে নিচ্ছেন, পাভো নুরমি গেমসের আয়োজক জানিয়েছেন নীরজ

পাভো নুরমি গেমসের আয়োজকরা জানিয়েছেন, টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জয়ী নীরজ চোপড়া জানিয়েছেন, তিনি স্বাস্থ্যের কারণে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর গোল্ড লেভেল ইভেন্টে যোগ দিতে পারছেন না। 

310
১৩ জুন ফিনল্যান্ডের তুরকুতে শুরু হতে চলেছে পাভো নুরমি গেমস, নীরজকে ছাড়াই হবে ইভেন্ট

পাভো নুরমি গেমসের আয়োজকরা জানিয়েছেন, নীরজ চোপড়ার ম্যানেজার তাঁদের জানিয়েছেন, স্বাস্থ্যের কারণে এই অ্যাথলিটের পক্ষে প্রতিযোগিতায় যোগ দেওয়া সম্ভব হবে না। সেই কারণে নীরজের নাম বাদ দেওয়া হয়েছে।

410
নীরজ চোপড়ার নাম প্রত্যাহার হতাশাজনক, জানিয়েছেন আয়োজক সংস্থার সিইও

পাভো নুরমি গেমসের আয়োজক সংস্থা পিএন তুরকু ও ওয়াইয়ের সিইও জারি স্যালোনেন বলেছেন, ‘সেরা অ্যাথলিটদের নাম প্রত্যাহার সবসময়ই হতাশাজনক। এই মুহূর্তে ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করতে পারে এমন কয়েকজন অ্যাথলিট চোট পেয়েছে। গত বছর তুরকুতেই কেরিয়ারের দ্বিতীয় সেরা থ্রো করেছিল নীরজ চোপড়া। ও এবারও এই প্রতিযোগিতায় যোগ দিতে চেয়েছিল। কিন্তু চোট পেলে কিছু করার নেই।’

510
চোটের জন্য গত মাসে নেদারল্যান্ডসের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান নীরজ

২৯ মে এক বিবৃতি জারি করে নীরজ চোপড়া জানান, তিনি অনুশীলনের সময় পেশিতে চোট পেয়েছেন। সেই কারণে নেদারল্যান্ডসের হেনগেলোতে অনুষ্ঠিত এফবিকে গেমস থেকে নাম প্রত্যাহার করে নেন। 

610
পেশিতে চোট পাওয়ার পর কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না, জানিয়েছেন নীরজ চোপড়া

নীরজ চোপড়া ট্যুইট করে জানিয়েছেন, অনুশীলনের সময় পেশিতে চোট পাওয়ার পর তিনি চিকিৎসকের পরামর্শ নেন। এরপর তিনি দলের সবার সঙ্গে কথা বলে ঠিক করেছেন, কোনওরকম ঝুঁকি নেবেন না। চোট যাতে বেড়ে না যায়, সেটা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। 

710
নীরজ চোপড়া চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না

এফবিকে গেমস থেকে নাম প্রত্যাহার করার সময় নীরজ চোপড়া আশাবাদী ছিলেন, তিনি চোট সারিয়ে জুনেই ট্র্যাকে ফিরতে পারবেন। কিন্তু চোট এখনও না সারায় কবে এই অ্যাথলিট ট্র্যাকে ফিরবেন সেটা বলা যাচ্ছে না।

810
গত মাসেই ভালো পারফরম্যান্স দেখিয়ে দোহা ডায়মন্ড লিগ জিতেছেন নীরজ চোপড়া

৫ মে দোহা ডায়মন্ড লিগ জিতেছেন নীরজ চোপড়া। তিনি এই প্রতিযোগিতায় ৮৮.৬৭ মিটার থ্রো করেন। প্যারিস অলিম্পিক্সের আগে ৯০ মিটার থ্রো করাই নীরজ চোপড়ার লক্ষ্য। 

910
আগস্টে হাঙ্গেরির বুদাপেস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আগে হয়তো কোনও প্রতিযোগিতায় যোগ দেবেন না নীরজ চোপড়া

আগস্টের ১৯ থেকে ২৭ তারিখ পর্যন্ত হাঙ্গেরির বুদাপেস্টে চলবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ফিট হয়ে উঠে হয়তো সেই প্রতিযোগিতাতেই যোগ দেবেন নীরজ চোপড়া। 

1010
জুনে একাধিক প্রতিযোগিতায় যোগ দেওয়ার কথা ছিল নীরজ চোপড়ার, তিনি কী করবেন স্পষ্ট নয়

ক্রীড়ামন্ত্রকের কাছ থেকে গত মাসেই ফিনল্যান্ডে অনুশীলনের ব্যাপারে অনুমোদন পেয়েছেন নীরজ চোপড়া। সেই সময় ক্রীড়ামন্ত্রক জানায়, জুনে একাধিক প্রতিযোগিতায় যোগ দেবেন নীরজ। কিন্তু এই অ্যাথলিট চোট পাওয়ায় পরিস্থিতি বদলে গিয়েছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos