Man Utd-Indian Team: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে ভারতীয় দল খোশমেজাজে ইউনাইটেড ফুটবলারদের সঙ্গে, কী কথা হল?

Published : Jul 21, 2025, 10:48 PM ISTUpdated : Jul 21, 2025, 11:25 PM IST
Man Utd-Indian Team

সংক্ষিপ্ত

Man Utd-Indian Team: রীতিমতো খোশমেজাজে তারা। সত্যিই যেন ফুটবলের সঙ্গে মিশে গেল ক্রিকেট। 

Man Utd-Indian Team: ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফুটবল দলের সঙ্গে দেখা করল ভারতীয় ক্রিকেট দল। রীতিমতো খোশমেজাজে তারা। সত্যিই যেন ফুটবলের সঙ্গে মিশে গেল ক্রিকেট। 

একেবারে যেন স্বপ্নের মতো ছবি ধরা পড়ল এদিন। হ্যারি ম্যাগুয়ের জড়িয়ে ধরলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে। আবার ব্রুনো ফার্নান্ডেজকে সই করা ব্যাট উপহার দিলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। 

হ‌্যারি ম্যাগুয়ের আবার নিজের হাতে তুলে নিলেন ক্রিকেট ব‌্যাট এবং বল করলেন সিরাজ। অন্যদিকে, ভারতের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে খোশমেজাজে আড্ডা দিলেন ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেড দলের কোচ রুবেন আমোরিমে। 

 

 

ভারতীয় দলের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে

সেখানে কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, "আমি গত আমি ২০১৪ সালে এখানে এসেছিলাম। কিন্তু এবার ফুটবলারদের সঙ্গে অনেক গল্প হল। এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা। রুবেনের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা হল। বুঝলাম যে, দলীয় সংহতি তৈরি করতে ওর এবং আমার আমার ধারণা ঠিক কীরকম? আমার মনে হয়, দলের খেলার ক্ষেত্রে আসল কথাটা একইরকম। যে কোনও প্লেয়ারকে ব্যক্তির আগে দলকে প্রাধান্য দিতে হবে। তাই দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো আমিও সেই কালচার তৈরি করতে চাই।”

ভারত অধিনায়ক শুভমান গিল কী বলছেন?

তাঁর কথায়, “ম্যান ইউ তারকাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। ওদের গল্পগুলো বেশ অনুপ্রেরণা দেয়। দুটো আলাদা খেলা হলেও, মানসিকতা কিন্তু একইরকম থাকে।” এদিকে কুলদীপ যাদব জানিয়েছেন, “আমি রুবেনের সঙ্গে কথা বলার জন্য রীতিমতো মুখিয়ে ছিলাম। যখন উনি স্পোর্টিং লিসবনের কোচ ছিলেন, তখন থেকেই আমার এই ইচ্ছে। আমি ট্যাকটিক্স নিয়ে কিছু প্রশ্ন করেছিলাম। যেমন, এবারও কি উনি ৩-৪-৩ ছকেই খেলাবেন দলকে? এমনিতেই ক্যাসিমিরো আমার খুব পছন্দের একজন ফুটবলার। ওর সঙ্গেও কথা বলতে পেরেছি।” 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড