কোভিডের সময় খাবারে বিষ দিয়ে হত্যার চেষ্টা! অস্ট্রেলিয়া ওপেন শুরুর আগেই বিস্ফোরণ জোকোভিচ

নোভাক জোকোভিচক জানিয়েছেন, ২০২২ সালে কোভিড -১৯ মহামারির সময় জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে সেই দেশে গিয়েছিলেন।

 

খাবারে বিষ মিশিয়ে খুনের চেষ্টা করা হয়েছিল। অস্ট্রেলিয়ায় ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এর প্রথম রাউন্ড শুরুর আগেই এমন বিস্ফোরক অভিযোগ নোভাক জোকোভিচকের। তিন বছর আগে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটেছিল বলে অভিযোগে সরব হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি বদলে বলেও জানিয়েছেন।

নোভাক জোকোভিচক জানিয়েছেন, ২০২২ সালে কোভিড -১৯ মহামারির সময় জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে সেই দেশে গিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ায় তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। করোনা টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ার দরজা তাঁর জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। একটি হোটেলে নিভৃতবাসে রাখা হয়েছিল জোকোভিচকে। সেই সময়ই খাবারে বিষ মিশিয়ে তাঁকে হত্য়া করার চেষ্টা করা হয়েছিল বলে টেনিস তারকা দাবি করেছেন।

Latest Videos

আগামী রবিবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড। এবার তাঁর খেলতে কোনও বাধা নেই। কিন্তু তিন বছর আগে এমন পরিস্থিতি ছিল না। জোকোভিচকে অস্ট্রেলিয়া থেকে বার করে দেওয়া হয়েছিল। মেলবোর্নে একটি হোটেলে নিভৃতবাসে রাখা হয়েছিল। ভিসা বাতিল করে দেওয়া হয়েছিল। তিনি বলেছেন, 'আমার শরীরে কিছু সমস্যা ছিল। বুঝতে পারি মেলবোর্নের যে হোটেলে আমাকে রাখা হয়েছিল সেখানে আমার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। একমাত্র সেই কারণেই আমার শরীর খারাপ হয়েছিল।' তিনি জানিয়েছেন, সেই সময় প্রবল জ্বরে ভুগছিলেন তিনি।

২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ। সার্বিয়া ফিরে স্বাস্থ্য পরীক্ষা করান। সেখানে তাঁর শরীরে সীসা ও পারদ পাওয়া যায়। ভিসা সমস্যার কারণে দেশে ফিরতে বলা হয়েছিল। সেই সময় করোনা টিকা না নেওয়া থাকলে অস্ট্রেলিয়ায় ঢোকা নিষিদ্ধ ছিল। কিন্তু জোকোভিচ করোনা টিকা নিতে অস্বীকার করেন। তাই তাঁকে ২০২২ সালে অস্ট্রেলিয়া ওপেন খেলতে দেওয়া হয়নি। একই কারণে তিনি বাদ পড়েছিলেন ইউএস ওপেন থেকেও। পরের বছর যদিও অস্ট্রেলিয়া ঢুকতে আর কোনও নিষেধাজ্ঞা ছিল না। জোকোভিচ অস্ট্রেলিয়া যান এবং ১০তম অস্ট্রেলিয়ান ওপেন জিতে নেন। কিন্তু ২০২২ সালের ঘটনা তাঁর মনের উপর একটা ছাপ ফেলে যায়। তিনি আরও বলেছেন, 'সেই ঘটনার পর থেকে যত বার অস্ট্রেলিয়ায় এসেছি এবং আমার পাসপোর্ট পরীক্ষা করা হয়েছে, তত বার ২০২২ সালের স্মৃতি ফিরে এসেছে। আমার এখনও অভিবাসন প্রক্রিয়ার সময় অস্বস্তি হয়।' তবে মেলবোর্নের হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও ক্ষোভ প্রকাশ করেননি টেনিস তারকা। শুধু ওই ঘটনা তাঁর কাছে একটি মানসিক আঘাত হিসাবে রয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা। অস্ট্রেলিয়ায় খেলতে এসে তাঁর বার বার মনে হয়েছে যে, হয়তো তাঁকে আবার ধরে নিয়ে যাওয়া হবে, নিভৃতবাসে রাখা হবে। ওই ঘটনা তিনি ভুলতে পারেননি।

রবিবার থেকে শুরু এ বারের অস্ট্রেলিয়ান ওপেন। জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ওয়াইল্ড কার্ডে সুযোগ পাওয়া ১৯ বছরের নিসেস বাসাভেরেড্ডির বিরুদ্ধে। রবিবারই রয়েছে সেই ম্যাচ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: হাওড়ায় মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury