প্যারিস অলিম্পিক্স শুরু হওয়ার আগেই অব্যবস্থার নানা ছবি দেখা যাচ্ছে। গেমস ভিলেজে সমস্যায় পড়েছেন ভারতীয় অ্যাথলিটরা। সবাই ঠিকমতো খাবার পাচ্ছেন না।
প্যারিস অলিম্পিক্সে যোগ দিতে গিয়ে খাবার নিয়ে সমস্যায় হরিয়ানার ছেলে বক্সার অমিত পাংহাল। তিনি সব ধরনের খাবারের সঙ্গে অভ্যস্ত নন। অলিম্পিক্স গেমস ভিলেজে ভারতীয় খাবারের খোঁজ করছেন এই বক্সার। কিন্তু পছন্দের খাবার পাচ্ছেন না তিনি। ফলে বাধ্য হয়ে ডাল-রুটি খেয়ে দিন কাটাচ্ছেন অমিত। গেমস ভিলেজে পাঁচটি জায়গায় খাবারের ব্যবস্থা করা হয়েছে। হালাল ফুড, এশিয়ান মিল ও ফ্রেঞ্চ ফুড পাওয়া যাচ্ছে। কিন্তু সব খাবার পছন্দ হচ্ছে না অমিতের। এই কারণেই তাঁর সমস্যা হচ্ছে। দুপুরে ও রাতে যে খাবার পাচ্ছেন, তাতে পেট ও মন ভরছে না। অগত্যা ডাল-রুটিই ভরসা। খাবারের সমস্যা না মেটা পর্যন্ত একান্ত পরিচিত খাবার খেয়েই অলিম্পিক্সে পদক জয়ের জন্য লড়াই করতে তৈরি অমিত।
খাবার নিয়ে সমস্যায় আরও কয়েকজন ভারতীয়
ব্যাডমিন্টন খেলোয়াড় তানিশা ক্রাস্টোও খাবার নিয়ে সমস্যায় পড়েছেন। তিনি জানিয়েছেন, 'আমরা যেভাবে আছি, সেখান থেকে খাবার জায়গা অনেক দূরে। আজ খাবার জায়গায় রাজমা ছিল। কিন্তু আমি পৌঁছনোর আগেই সেটা শেষ হয়ে যায়।' গেমস ভিলেজে পাঁচ জায়গায় খাবারের ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন জায়গায় হাল্কা খাবারের ব্যবস্থা করা হয়েছে। সেই খাবারের উপর ভরসা করতে হচ্ছে অ্যাথলিটদের।
পরিবহণ ব্যবস্থা নিয়েও সমস্যা
গেমস ভিলেজে খাবারের পাশাপাশি যানবাহন নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয় অ্যাথলিটদের। তানিশা জানিয়েছেন, 'ঠিক সময়ে গাড়ি পাওয়া যাচ্ছে না। ম্যাচের দিন যাতে দেরি না হয়ে যায়, তার জন্য অনেক আগে বেরোতে হবে।' ভারতের শ্যেফ ডে মিশন গগন নারাং ও ডেপুটি শ্যেফ ডে মিশন শিবা কেশবন এই সমস্যার কথা জানেন। তাঁরা ভারতীয় অ্যাথলিটদের সমস্যা মেটানোর চেষ্টা করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Paris Olympics Opening Ceremony: কখন আর কোথায় দেখবেন প্যারিস অলিম্পিক্সের বর্ণাঢ্য উদ্বোধন
অলিম্পিক্স উদ্বোধনের আগেই বিতর্ক, ডোপিংয়ের দায়ে নির্বাসিত রোমানিয়ার অ্যাথলিট
অলিম্পিক্সে পদক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই ভারতীয় ক্রীড়াবিদরা, বাড়ছে আশা