Paris Olympics Opening Ceremony: কখন আর কোথায় দেখবেন প্যারিস অলিম্পিক্সের বর্ণাঢ্য উদ্বোধন

Published : Jul 26, 2024, 08:53 AM IST
Paris Olympics

সংক্ষিপ্ত

সিন নদীর ওপরেই হবে প্যারিস অলিম্পিক্সের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান। অংশ নেবে সাড়ে হাজার ক্রীড়াবীদ। 

কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ২০২৪ এর প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়ে যাবে। শুক্রবার , আজ (২৬ জুলাই) সিন নদীর উপর উদ্বোধনের আয়োজন করে বড় চমক দিতে চায় ফ্রান্স। উদ্বোধনে অনুষ্ঠানে দেশবিদেশের প্রায় সাড়ে ১০ হাজার ক্রীড়াবীদ অংশগ্রহণ করবেন। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেবেন প্রায় ৩ হাজার শিল্পী।

অস্টারলিৎজ় ব্রিজ থেকে ট্রোকাডেরো পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার নৌকায় চড়ে অ্যাথলিটরা প্যারেড করবেন। এই প্যারেড বোটে গোটা বিশ্বের ক্রীড়াবীদরা যে ফ্রান্সের সৌন্দর্য্য উপভোগ করবেন তা আর বলার অপেক্ষা রাখে না। ১০০টি নৌকায় ক্যামেরা লাগান থাকবে। বিশ্বের বিভিন্ন প্রান্তরে পৌঁছে যাবে সেই ভিডিও ফুটেজ।

ভারতীয় সময় প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন অনুষ্ঠানঃ

ভারতীয় সময় রাত ১১টা থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন অনুষ্ঠান।

দেখতে পাবেন কোথায়ঃ

প্যারিস অলিম্পিক্স ২০২৪এর উদ্বোধন অনুষ্ঠান দেখতে পাওয়া যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে। রাত ১১টার আগে থেকেই লাইভ সম্প্রচার শুরু করবে। এরাই অলিম্পিক্সের অফিশিয়াল ব্রডকাস্ট পার্টানার। স্পোর্টস-১৮ খেল এবং স্পোর্টস-১৮ ২ চ্যানেলে আপনি হিন্দি ভাষায় এই অনুষ্ঠানের সম্প্রচার দেখতে পাবেন। এছাড়া স্পোর্টস-১৮ ৩ টিভি চ্যানেলে ইংরাজি ভাষায় গ্লোবাল ফিড পাওয়া যাবে।

লাইভ স্ট্রিমিং

প্যারিস অলিম্পিক্সের লাইভ স্ট্রিমিংও দেখা যাবে। চাই জিও সিনেমা অ্যাপ। ওয়েবসাইটেও দেখা যাবে। রাত ১১টা থেকেই শুরু হয়ে যাবে লাইভ স্ট্রিমিং। জিও সিনেমায় বিভিন্ন ভাষায় ধারাভাষ্যের ব্যবস্থা রয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?