১০ জনে খেলেই ব্রিটিশ দর্প চুরমার করে প্যারিস অলিম্পিক্সের সেমি-ফাইনালে ভারতের পুরুষ হকি দল

Published : Aug 04, 2024, 03:16 PM ISTUpdated : Aug 04, 2024, 03:42 PM IST
paris olympics indian hockey team victory australia

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের হকির কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে অসাধারণ লড়াই করল ভারতীয় দল। পি আর শ্রীজেশ, হরমনপ্রীত সিংদের এই লড়াই স্মরণীয় হয়ে থাকবে।

শ্যুট-আউটে গ্রেট ব্রিটেনকে হারিয়ে প্যারিস অলিম্পিক্সের সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারতের পুরুষ হকি দল। ৪০ মিনিটেরও বেশি সময় ১০ জনে খেলতে হয় ভারতীয় দলকে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই লাল কার্ড দেখেন অমিত রোহিদাস। তাঁর স্টিক বিপজ্জনকভাবে মাথার উপর উঠে গ্রেট ব্রিটেনের এক খেলোয়াড়কে আঘাত করে। সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তবে ১০ জনে হয়ে যাওয়ার পর আরও ভালো পারফরম্যান্স দেখায় ভারতীয় দল। দ্বিতীয় কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। তবে এগিয়ে যাওয়ার ৫ মিনিটের মধ্যেই গোল হজম করে ভারতীয় দল। গ্রেট ব্রিটেনের হয়ে সমতা ফেরান মর্টন লি। এরপর আর গোল না হওয়ায় শ্যুট-আউটে গড়ায় ম্যাচ। শ্যুট-আউটে বাজিমাত করল ভারত। গ্রেট ব্রিটেনের একটি শট বাইরে যায় এবং একটি শট সেভ করেন ভারতের গোলকিপার পি আর শ্রীজেশ। ফলে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ শেষ হওয়ার পর শ্যুট-আউটে ৪-২ জয় পেল ভারত।

১০ জনে খেলেই জয়

হকিতে ১৫ মিনিট করে ৪টি কোয়ার্টার হয়। অমিত লাল কার্ড দেখায় দ্বিতীয় কোয়ার্টারের বেশিরভাগ সময় এবং তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারের পুরো সময়ই ১০ জনে খেলতে হয় ভারতীয় দলকে। এই লড়াই অত্যন্ত কঠিন ছিল। গোল হজম করলে সমতা ফেরানো কঠিন হয়ে যেত। এই কারণে চতুর্থ কোয়ার্টারের বেশিরভাগ সময়ই রক্ষণে জোর দেয় ভারতীয় দল। গ্রেট ব্রিটেন একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে দলকে বাঁচিয়ে দেন শ্রীজেশ। এরপর শ্যুট-আউটে ঠান্ডা মাথায় বাজিমাত করে ভারতীয় দল।

পদক জিতে অবসরের লক্ষ্যে শ্রীজেশ

প্যারিস অলিম্পিক্সের পরেই আন্তর্জাতিক হকি থেকে অবসর নিচ্ছেন শ্রীজেশ। টানা দ্বিতীয়বার অলিম্পিক্সে পদক জিতে অবসর নেওয়াই এই গোলকিপারের লক্ষ্য। তিনি সেই লক্ষ্যপূরণের কাছাকাছি পৌঁছে গিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হার, অলিম্পিক্সে পদক জয়ের আশা শেষ নিশান্ত দেবের

কোয়ার্টার ফাইনালে হার, এবারের অলিম্পিক্স থেকেও খালি হাতে বিদায় দীপিকার

প্যারিস অলিম্পিক্সে হতাশা, তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে পদক ছোঁয়া হল না ধীরাজ-অঙ্কিতার

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার