ভারতের সর্বকালের অন্যতম সেরা হকি তারকা, অবসরের পর অ্যাকাডেমি নিয়ে ব্যস্ত ধনরাজ পিল্লাই

ভারতীয় পুরুষ হকি দলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ধনরাজ পিল্লাই। জাতীয় দলের হয়ে অলিম্পিক্সে পদক জিততে না পারলেও, এশিয়ান গেমসে সোনা জিতেছেন এই ফরোয়ার্ড। খেলা ছাড়ার পর প্রশাসনে দেখা গিয়েছে তাঁকে। তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণও দিচ্ছেন ধনরাজ।

Soumya Gangully | Published : Aug 5, 2023 3:45 PM
110
ভারতের পুরুষ হকি দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা অন্যতম খেলোয়াড় ধনরাজ পিল্লাই

ভারতীয় দলের হয়ে ৩৩৯টি ম্যাচ খেলেছেন প্রাক্তন তারকা ফরোয়ার্ড ধনরাজ পিল্লাই। যাঁরা ভারতের হয়ে সবচেয়ে বেশি হকি ম্যাচ খেলেছেন, তাঁদের অন্যতম ধনরাজ।

210
ভারতীয় দলের হয়ে ৪ বার অলিম্পিক্স খেলেছেন ধনরাজ পিল্লাই, তবে সাফল্য পাননি

১৯৯২ সালে বার্সেলোনা, ১৯৯৬ সালে আটলান্টা, ২০০০ সালে সিডনি এবং ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে খেলেছেন ধনরাজ পিল্লাই। আটলান্টা অলিম্পিক্সে ৮ নম্বরে ছিল ভারত। বাকি ৩ অলিম্পিক্সে ৭ নম্বরে ছিল ভারতীয় দল।

310
অলিম্পিক্সে সাফল্য না পেলেও, এশিয়ান গেমসে অসাধারণ সাফল্য পেয়েছেন ধনরাজ পিল্লাই

১৯৯০ সালে বেজিং এশিয়ান গেমস, ১৯৯৪ সালে হিরোশিমা এশিয়ান গেমস, ১৯৯৮ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমস এবং ২০০২ সালে বুসান এশিয়ান গেমসে খেলেন ধনরাজ পিল্লাই। ব্যাঙ্ককে সোনা জেতে ভারত। বাকি ৩ বার রুপো জেতেন ধনরাজরা।

410
ভারতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জেও সোনা জেতার রেকর্ড আছে ধনরাজ পিল্লাইয়ের

২০০১ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জে সোনা জেতে ভারতীয় দল। সেই দলের অন্যতম তারকা ছিলেন ধনরাজ পিল্লাই।

510
এশিয়া কাপ হকিতেও ভারতীয় দলকে দুর্দান্ত সাফল্য এনে দিয়েছেন ধনরাজ পিল্লাই

২০০৩ সালে কুয়ালালামপুরে এশিয়া কাপ হকিতে সোনা জেতে ভারত। ১৯৮৯ সালে দিল্লি এবং ১৯৯৪ সালে হিরোশিমা এশিয়া কাপে রুপো পায় ভারত। ১৯৯৯ সালে কুয়ালালামপুরে এশিয়া কাপে ব্রোঞ্জ পায় ভারত। প্রতিবারই দলে ছিলেন ধনরাজ পিল্লাই।

610
চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতেও ভারতীয় দলকে সাফল্য এনে দিয়েছেন ধনরাজ পিল্লাই

২০০২ সালে কোলোনে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে রুপো পায় ভারত। ১৯৯৫ সালে বার্লিনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রোঞ্জ পায় ভারত। ২ বারই খেলেন ধনরাজ পিল্লাই। তিনি কোলোন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

710
কমনওয়েলথ গেমসেও ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ধনরাজ পিল্লাইয়ের

২০০২ সালে ম্যাঞ্চেস্টারে কমনওয়েলথ গেমসে রুপো পায় ভারতীয় দল। সেই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখান ধনরাজ পিল্লাই।

810
আন্তর্জাতিক হকিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে অনেক সম্মান পেয়েছেন ধনরাজ পিল্লাই

১৯৯৫ সালে অর্জুন পুরস্কার পান ধনরাজ পিল্লাই। ১৯৯৯ সালে খেলরত্ন পুরস্কার পান তিনি। ২০০০ সালে তিনি পদ্মশ্রী খেতাব পান।

910
৬ বছর আগে ইস্টবেঙ্গল ক্লাবও ধনরাজ পিল্লাইকে বিশেষ সম্মান জানিয়েছে

২০১৭ সালের ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে ভারত গৌরব সম্মান জানানো হয় ধনরাজ পিল্লাইকে।

1010
প্রতিযোগিতামূলক হকি থেকে অবসর নেওয়ার পর প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছেন ধনরাজ পিল্লাই

অবসরের পর হকি প্রশাসনের সঙ্গে যুক্ত হন ধনরাজ পিল্লাই। তিনি হকি ইন্ডিয়ার নির্বাচক কমিটির সদস্য হন। তিনি ভারতীয় হকি ফেডারেশনের অ্যাড-হক কমিটির সদস্যও হন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos