
প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে মহিলাদের ৫৩ কেজি বিভাগে চতুর্থ বাছাই নির্বাচিত হলেন অন্তিম পাংহাল। পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে ষষ্ঠ বাছাই নির্বাচিত হলেন আমন সেহরাওয়াত। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন অন্তিম। তিনি প্যারিসে পদক জিতবেন বলে আশায় সারা দেশ। চতুর্থ বাছাই হওয়ায় অন্তিমের পক্ষে অলিম্পিক্সে পদক জয়ের লড়াই কিছুটা সহজ হতে পারে। অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড় আমন। তিনিও অলিম্পিক্সে পদক জিততে পারেন বলে আশায় ক্রীড়ামহল। প্যারিস অলিম্পিক্সে কুস্তির লড়াই শুরু হবে ৫ অগাস্ট। ১১ অগাস্ট পর্যন্ত চলবে কুস্তির ইভেন্ট। গত কয়েকটি অলিম্পিক্সে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় কুস্তিগীররা। এবার কুস্তি থেকে একাধিক পদক আসবে বলে আশা করা হচ্ছে।
অলিম্পিক্সে প্রথমবার কুস্তিতে বাছাইয়ের ব্যবস্থা
টেনিস প্রতিযোগিতায় বাছাই প্রতিযোগী দেখা যায়। তবে এতদিন অলিম্পিক্সে কুস্তিতে বাছাইয়ের ব্যবস্থা ছিল না। প্যারিস অলিম্পিক্সেই প্রথমবার কুস্তিতে বাছাইয়ের ব্যবস্থা করা হল। ২০২৩ সালে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এ বছর কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ এবং জাগ্রেব ও বুদাপেস্টে হওয়া র্যাঙ্কিং সিরিজ ইভেন্টের ফলের ভিত্তিতেই কুস্তিগীরদের বাছাই করা হয়েছে। অন্তিমের ইভেন্টে সোনা জয়ের অন্যতম দাবিদার জাপানের আকারি ফুজিনামি ও চিনের কিয়ানইউ প্যাং। চতুর্থ বাছাই হওয়ায় শুরুতে এই দুই খেলোয়াড়ের বিরুদ্ধে লড়াই করতে হবে না অন্তিমকে। ফলে তাঁর পদক জয়ের আশা উজ্জ্বল।
বাছাই তালিকায় নেই ভিনেশ ফোগট
প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের জন্য ভারতের অন্যতম ভরসা অভিজ্ঞ কুস্তিগীর ভিনেশ ফোগট। অলিম্পিক্স শুরু হওয়ার আগে ভালো ফর্মে ভিনেশ। তিনি প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি বিভাগে লড়াই করবেন। তবে বাছাই তালিকায় জায়গা পাননি ভিনেশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Antim Panghal: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, অলিম্পিক্সের যোগ্যতা অর্জন অন্তিম পাংহালের
Vinesh Phogat: স্প্যানিশ গ্র্যাঁ প্রি-তে সোনা, অলিম্পিক্সের জন্য তৈরি ভিনেশ ফোগট
Vinesh Phogat: মহিলাদের ৫০ কেজি বিভাগে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন ভিনেশ ফোগটের