Olympics 2024: মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের এবং সর্বজিৎ সিং, গড়লেন অনন্য নজির

Published : Jul 30, 2024, 02:04 PM IST
manu bhaker and sarbojit singh

সংক্ষিপ্ত

ফের পদক ভারতের (India) ঝুলিতে। এবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের এবং সর্বজিৎ সিং।

ফের পদক ভারতের (India) ঝুলিতে। এবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের (Manu Bhaker) এবং এবং সর্বজিৎ সিং। 

ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মনু। গোটা দেশ খুশি তাঁর জন্য। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত ফোন করে শুভেচ্ছা জানান তাঁকে।  

আর এবার আবারও। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ফের ব্রোঞ্জ জিতলেন ভারতীয় শ্যুটার মনু ভাকের। সবথেকে বড় বিষয়, দেশ স্বাধীন হওয়ার পর একমাত্র ভারতীয় হিসেবে একই অলিম্পিক্স থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেন তিনি।

সেই ১৯০০ সালে ভারতীয় হিসেবে এই নজির গড়েন নর্ম্যান প্রিচার্ড। সেইবার অ্যাথলেটিক্স বিভাগে দুটি রুপো জেতেন তিনি। কিন্তু তখন দেশে ছিল ব্রিটিশ শাসন।  

অন্যদিকে, এই ব্রোঞ্জ জয়ের ফলে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর সঙ্গে একই সারিতে চলে এলেন মনু। ভারতের স্বাধীনতার পর, কেবল এই দুই তারকাই দুটি করে পদক পেয়েছেন অলিম্পিক্সের মঞ্চে।

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: ইডেন গার্ডেন্সে সেমি-ফাইনাল ম্যাচ দেখতে চান? টিকিটের দাম জেনে নিন
শতদ্র দত্তর সঙ্গে যোগ থাকার অভিযোগ, লালবাজারের দ্বারস্থ সৌরভ, ৫০ কোটি টাকার মানহানির মামলা