Olympics 2024: মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের এবং সর্বজিৎ সিং, গড়লেন অনন্য নজির

ফের পদক ভারতের (India) ঝুলিতে। এবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের এবং সর্বজিৎ সিং।

ফের পদক ভারতের (India) ঝুলিতে। এবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের (Manu Bhaker) এবং এবং সর্বজিৎ সিং। 

ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মনু। গোটা দেশ খুশি তাঁর জন্য। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত ফোন করে শুভেচ্ছা জানান তাঁকে।  

Latest Videos

আর এবার আবারও। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ফের ব্রোঞ্জ জিতলেন ভারতীয় শ্যুটার মনু ভাকের। সবথেকে বড় বিষয়, দেশ স্বাধীন হওয়ার পর একমাত্র ভারতীয় হিসেবে একই অলিম্পিক্স থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেন তিনি।

সেই ১৯০০ সালে ভারতীয় হিসেবে এই নজির গড়েন নর্ম্যান প্রিচার্ড। সেইবার অ্যাথলেটিক্স বিভাগে দুটি রুপো জেতেন তিনি। কিন্তু তখন দেশে ছিল ব্রিটিশ শাসন।  

অন্যদিকে, এই ব্রোঞ্জ জয়ের ফলে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর সঙ্গে একই সারিতে চলে এলেন মনু। ভারতের স্বাধীনতার পর, কেবল এই দুই তারকাই দুটি করে পদক পেয়েছেন অলিম্পিক্সের মঞ্চে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya