প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে নয়া নজির সৃষ্টি করলেন মনিকা বাত্রা (Manika Batra)। প্রথম ভারতীয় (India) মহিলা টেবিল টেনিস (Table Tennis) তারকা হিসেবে তিনি পৌঁছে গেলেন শেষ ষোলোয়।
প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে নয়া নজির সৃষ্টি করলেন মনিকা বাত্রা (Manika Batra)। প্রথম ভারতীয় (India) মহিলা টেবিল টেনিস (Table Tennis) তারকা হিসেবে তিনি পৌঁছে গেলেন শেষ ষোলোয়।
আর এর ফলেই, অলিম্পিক্সের মঞ্চে উজ্জ্বল হচ্ছে আরও একটি পদক জয়ের সম্ভাবনা। ফ্রান্সের প্রীতিকা পাভাদেকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ইতিহাস ছুঁলেন মনিকা।
এদিন তিনি জয় ছিনিয়ে আনেন মাত্র ৩৭ মিনিটে। ফরাসি প্রতিপক্ষকে পরাজিত করেন ১১-৯, ১১-৬, ১১-৯ এবং ১১-৭ ব্যবধানে। এদিকে প্রি-কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ হবেন হংকংয়ের ঝু চেংজু এবং জাপানের মিও হিরানোর মধ্যে যে জিতবেন।
এই ম্যাচের প্রথম গেমটিতে বেশ জোরালো লড়াই করেন বিশ্বের ১৮তম র্যাঙ্কিংয়ে থাকা প্রীতিকা। যিনি আদতে আবার ভারতীয় বংশোদ্ভুত। যদিও আগ্রাসী মেজাজ দেখা যায় মনিকার মধ্যে। তাই হেলায় প্রথম সেট জিতে নেন তিনি। এরপর দ্বিতীয় গেমে একসময় ফলাফল ছিল ৫-৫। কিন্তু ফের ছন্দে দেখা যায় মনিকাকে।
সেখান থেকে টানা চার পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে যান ভারতীয় তারকা। সেইসঙ্গে, তৃতীয় এবং চতুর্থ গেমেও আধিপত্য বজায় রেখেই ম্যাচ হাতের মুঠোয় নিয়ে নেন বিশ্ব র্যাঙ্কিং-এ ২৮ তম স্থানে থাকা মনিকা।
আর এরই সঙ্গে তিনি গড়ে ফেললেন ইতিহাসও। তিনিই হলেন প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস তারকা, যিনি কোনও অলিম্পিক্সের মঞ্চে পৌঁছে গেলেন একেবারে শেষ ষোলোর লড়াইতে।
ম্যাচের পর মনিকা জানান, “আমি আপাতত নজির গড়া নিয়ে ভাবতেই চাই না। অলিম্পিক্সের সব ম্যাচেই নিজের সেরাটা উজাড় করে দিতে চাই। তবে হ্যাঁ, রেকর্ড গড়তে পেরে ভালো লাগছে। কিন্তু এখন আমার মূল লক্ষ্য হল সামনের ম্যাচগুলিতে জয়।”
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।