'চক দে ইন্ডিয়া' সিনেমাতে ছিলেন অস্ট্রেলিয়ার কোচ, সেই জশুয়ার নির্দেশেই চাপে হকি ইন্ডিয়া

Published : Aug 06, 2024, 02:56 PM IST
paris olympics 2024

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) সেমিফাইনালে নামার আগে চাপে ভারতীয় হকি দল। কারণ, নির্বাসনের জেরে টিমের নির্ভরযোগ্য ডিফেন্ডার অমিত রোহিদাস স্কোয়াডে নেই। আর সেই নির্বাসনের আদেশ দেন জশুয়া বার্ট। যিনি অভিনয় করেছিলেন ‘চক দে ইন্ডিয়া’ সিনেমাতে।

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) সেমিফাইনালে নামার আগে চাপে ভারতীয় হকি দল (Indian Hockey Team)। কারণ, নির্বাসনের জেরে টিমের নির্ভরযোগ্য ডিফেন্ডার অমিত রোহিদাস স্কোয়াডে নেই। আর সেই নির্বাসনের আদেশ দেন জশুয়া বার্ট (Joshua Burt)। যিনি অভিনয় করেছিলেন ‘চক দে ইন্ডিয়া’ সিনেমাতে।

প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ভারতীয় ডিফেন্ডার অমিতকে লাল কার্ড দেখানো হয়। ফলে, সেমিফাইনালে ভারত খেলতে নামবে ১৫ জন খেলোয়াড়কে নিয়ে। যা আটবারের অলিম্পিক্সজয়ী দলের জন্য বড় ধাক্কা হতে পারে।

আন্তর্জাতিক হকি সংস্থার পক্ষ থেকে রোহিদাসকে যে নির্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে, সেই চিঠিটি আসলে লিখেছেন জশুয়া। কিন্তু তাঁর সঙ্গে ভারতের একটা পুরনো সম্পর্ক রয়েছে। ভারতীয় মহিলা হকি দলকে নিয়ে শাহরুখ খানের ছবি ‘চক দে ইন্ডিয়া’-তে একটি চরিত্রে অভিনয় করেন এই জশুয়া।

সেখানে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার কোচ। ভারতকে হারানোর জন্য যে প্রযুক্তির ব্যবহার তিনি করতেন, সেই একই প্রযুক্তি ব্যবহার করে অমিত রোহিদাস লাল কার্ড দেখানো হয়। তবে এই সিদ্ধান্ত নিয়ে একদমই খুশি নয় ভারত।

তারা পাল্টা অভিযোগও জানিয়েছে। কিন্তু তাতে যদিও কোনও লাভ হয়নি। এদিকে আন্তর্জাতিক হকি সংস্থা জানিয়েছে যে, সেমিফাইনালে রোহিদাসকে খেলানো যাবে না। উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সের আসরে টেকনিক্যাল ডেলিগেট হিসেবে দায়িত্বে রয়েছেন জশুয়া বার্ট।

আন্তর্জাতিক হকি সংস্থা অলিম্পিক্সের জন্য মোট পাঁচজন আধিকারিককে এই পদে নিয়োগ করেছে। আর তারা সকলেই অস্ট্রেলিয়ান। যদিও টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে যে, বল দখলের লড়াইতে অমিতের স্টিক ব্রিটেনের এক খেলোয়াড়ের মাথায় লাগে। ফিল্ড আম্পায়ার বলেন ইচ্ছাকৃতভাবেই আঘাত করা হয়েছে। সেই কারণেই সেমিফাইনালে খেলতে পারবেন না অমিত রোহিদাস। এরপর জশুয়া জানিয়ে দেন যে, এক ম্যাচ নির্বাসনের সিদ্ধান্ত বহাল রাখা হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপে খেলতে চান, ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন যশস্বী
Lionel Messi: ভারতে আসছেন মেসি! দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, 'গোট ট্যুর'-এর সম্পূর্ণ সূচি