Olympics 2024: অলিম্পিক্সের মঞ্চে ইতিহাস, মোট ৯টি সোনার পদক জিতে নজির আমেরিকান সাঁতারুর

সোনার পদকের যেন ছড়াছড়ি। অলিম্পিক্সের মঞ্চে আরও একটি সোনা জিতলেন আমেরিকান (America) সাঁতারু কেটি লেডেকি (Katie Ledecky)। এই নিয়ে তাঁর অলিম্পিক্স সোনার সংখ্যা হল মোট ৯টি।

সোনার পদকের যেন ছড়াছড়ি। অলিম্পিক্সের মঞ্চে আরও একটি সোনা জিতলেন আমেরিকান (America) সাঁতারু কেটি লেডেকি (Katie Ledecky)। এই নিয়ে তাঁর অলিম্পিক্স সোনার সংখ্যা হল মোট ৯টি।

প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতে নয়া নজির গড়লেন লেডেকি। বিশ্বের দ্বিতীয় সাঁতারু হিসেবে টানা চারটি অলিম্পিক্সের ইভেন্টে সোনা জিতলেন লেডেকি।

Latest Videos

গত ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে, মাত্র ১৫ বছর বয়সে প্রথম সোনা জেতেন লেডেকি। তার ১২ বছর পর, আবার প্যারিসেও সোনা জিতলেন তিনি। অস্ট্রেলিয়ার আরিয়ার্নে টিটমাসকে কার্যত পিছনে ফেলে দিয়ে, অলিম্পিক্সে নবম সোনা জিতেছেন কেটি লেডেকি। মহিলা প্রতিযোগীদের মধ্যে অলিম্পিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি সোনা জয়ের রেকর্ড ছিল জিমন্যাস্ট লারিসা লাতিনিনার।

তিনি গত ১৯৫৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনটি অলিম্পিক্সে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হয়ে লড়াই করতে নামেন। এদিকে ৮০০ মিটার ফ্রিস্টাইলের সাফল্যে লেডেকিও তাঁর সঙ্গে একই জায়গায় স্থান করে নিলেন। নিজের নবম সোনা জিততে লেডেকি সময় নিয়েছেন মাত্র ৮ মিনিট ১১.০৪ সেকেন্ড।

অন্যদিকে, রুপো পেয়েছেন টিটমাস। আর ব্রোঞ্জ পেয়েছেন আমেরিকার পেইজ ম্যাডেনা। চলতি অলিম্পিক্সে এই নিয়ে দ্বিতীয় সোনা জিতলেন লেডেকি। ষষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সের আসরে মোট ৯টি সোনার পদক জিতলেন আমেরিকার এই সাঁতারু।

এই কৃতিত্ব লাতিনিনা ছাড়াও রয়েছে মার্ক স্পিৎজ, কার্ল লুইস এবং পাভো নুরমির। আর মোট ২৩টি সোনা জিতে সকলের আগে রয়েছেন মাইকেল ফিলিপস।

জয়ের পর ২৭ বছর বয়সী লেডেকি জানিয়েছেন, “প্রতি অলিম্পিক্সে আমি ৩ অগাস্ট সোনার পদক জিতেছি। এবারও সোনা জয়ের পর আমার তারিখটা মনে পড়ল। মনে হল যে, নিজের কাজটা ঠিক মতোই করতে পেরেছি।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের