Olympics 2024: ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনের ম্যাচ বাতিল! কেড়ে নেওয়া হল পয়েন্ট, কেন?

Published : Jul 29, 2024, 05:59 PM IST
Lakshya Sen

সংক্ষিপ্ত

বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেন লক্ষ্য সেন (Lakshya Sen)। ডিলিট করে দেওয়া হল তাঁর ম্যাচটিকে।

বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেন লক্ষ্য সেন (Lakshya Sen)। ডিলিট করে দেওয়া হল তাঁর ম্যাচটিকে।

প্রসঙ্গত, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে রীতিমতো লড়াই করেই জয় ছিনিয়ে আনেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। সেই খেলায় গুয়াতেমালার প্রতিপক্ষ কেভিন কর্ডনকে তিনি হারান ২১-৮ এবং ২২-২০ ব্যবধানে। তবে সেই ম্যাচে জিতেও কোনও পয়েন্ট পেলেন না লক্ষ্য সেন।

কারণ, ডিলিট করে দেওয়া হল তাঁর ম্যাচটিকে। উল্লেখ্য, পুরুষদের সিঙ্গলসে ‘এল’ গ্রুপের ম্যাচে প্রথম সেটে সহজেই জয় পান দেশের এই ব্যাডমিন্টন তারকা। এরপর দ্বিতীয় সেটে পিছিয়ে থাকলেও দুরন্ত প্রত্যাবর্তন করেন তিনি। এমনকি, সেই ম্যাচে কনুইয়ে চোট পান কর্ডন।

ফলে, প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন তিনি। আর তার ফলেই বিপত্তি। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের নিয়মানুযায়ী, কর্ডন সরে যাওয়ার ফলে লক্ষ্যর ম্যাচ বাতিল করা হয়েছে। কারণ, গ্রুপ স্টেজে যদি কেউ নাম প্রত্যাহার করে নেন, তাহলে তাঁর খেলা সব ম্যাচই ডিলিট করে দেওয়া হয়।

যার অর্থ হল, জেতা ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্ট আর পাচ্ছেন না লক্ষ্য। গোলে, বর্তমানে তাঁর পয়েন্ট শূন্য। আর ‘এল’ গ্রুপে এখন খেলা হবে মোট তিনজন প্রতিযোগীর মধ্যে।

যার দরুণ বেজায় সমস্যায় পড়লেন লক্ষ্য সেন। যেখানে বাকি প্রতিযোগীদের খেলতে হবে দুটি করে ম্যাচ। সেখানে তাঁকে কর্ডনের ম্যাচ সহ মোট তিনটি ম্যাচে নামতে হবে। যার মধ্যে সোমবার, তাঁকে নামতে হবে বেলজিয়ামের জুলিয়ান কারাগির বিরুদ্ধে। বিশ্বর‍্যাঙ্কিং-এ তিনি দাঁড়িয়ে ৫২ তম স্থানে।

অন্যদিকে, আগামী ৩১ জুলাই লক্ষ্যর ম্যাচ ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টির বিরুদ্ধে। তাঁর বিশ্বর‍্যাঙ্কিং আবার ৩। সেইসঙ্গে, পদক জয়ের অন্যতম দাবিদারও মনে করা হচ্ছে তাঁকে। ফলে, লক্ষ্যর সামনে লড়াই কিন্তু বেশ কঠিন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফাইনাল: নেপালের ক্লাবকে উড়িয়ে ইতিহাসে ইস্টবেঙ্গল
Australia vs England: জয়ের জন্য দরকার আর মাত্র ৪টি উইকেট, তৃতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া