অল্পের জন্য লক্ষ্যভেদে ব্যর্থ, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ অর্জুন বাবুতা

সোমবার পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখালেন অর্জুন বাবুতা। দলগত ইভেন্টে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, ব্যক্তিগত ইভেন্টে তাঁর সেরা পারফরম্যান্স দেখা গেল।

অসাধারণ পারফরম্যান্স দেখিয়েও অল্পের জন্য পদক পেলেন না অর্জুন বাবুতা। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ হলেন এই শ্যুটার। ২০৮.৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকলেন অর্জুন। তিনি একসময় দ্বিতীয় স্থানে ছিলেন। চিনের শ্যুটার শ্যেং লিহাওয়ের সঙ্গে অর্জুনের লড়াই চলছিল। কিন্তু শেষদিকে চাপের মুখে স্নায়ুর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেননি অর্জুন। এর ফলেই তাঁকে পদক হারাতে হল। ২৩০.০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতলেন ক্রোয়েশিয়ার মিরান মারিসিচ। ২৫১.৪ পয়েন্ট নিয়ে রুপো জিতলেন সুইডেনের ভিক্টর লিন্ডগ্রেন। সোনা জিতলেন চিনের বিশ্ব চ্যাম্পিয়ন লিহাও। তাঁর পয়েন্ট ২৫২.২।

লড়াই করেও হতাশ অর্জুন

Latest Videos

চলতি প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশনে সপ্তম স্থানে থেকে ফাইনাল রাউন্ডের যোগ্যতা অর্জন করেন অর্জুন। তিনি মোট ৬০টি শটে ৬৩০.১ পয়েন্ট নেন। ফাইনালে আরও ভালো পারফরম্যান্স দেখালেন অর্জুন। তিনি পদকের আশা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু পদক জেতার খুব কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হল এই শ্যুটারকে। প্রথমবার অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন অর্জুন। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে রমিতা জিন্দলের সঙ্গে জুটি বেঁধে সপ্তম হন এই শ্যুটার। এবার ব্যক্তিগত ইভেন্টেও পদক জিততে পারলেন না অর্জুন। ফলে তাঁকে হতাশ হতে হল।

অর্জুনের অনুপ্রেরণা অভিনব বিন্দ্রা

ভারতের অনেক শ্যুটারের মতোই অর্জুনের কেরিয়ারেও অভিনব বিন্দ্রার প্রভাব আছে। অর্জুনকে অনেক সাহায্য করেছেন অভিনব। তাঁর মতোই অলিম্পিক্সে সোনা জয়ের লক্ষ্য নিয়ে প্যারিসে পৌঁছন অর্জুন। কিন্তু পদক জয়ের হাতছানি সত্ত্বেও তাঁকে খালি হাতে ফিরতে হল। তবে সোমবার অর্জুন যে পারফরম্যান্স দেখালেন, তাতে ভবিষ্যতে তিনি অনেক সাফল্য পেতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের পদকের হাতছানি, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে মনু-সরবজ্যোত

হতাশ করলেন রমিতা জিন্দল, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে পদক হারাল ভারত

'কর্ম করে যাও, ফলের আশা কোরো না,' অলিম্পিক্সে পদক জিতে গীতার উদ্ধৃতি মনু ভাকেরের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি