Olympics 2024: নিজের জন্মদিনেই সাফল্য, টেবিল টেনিসের রাউন্ড অফ ১৬-এ সৃজা আকুলা

Published : Jul 31, 2024, 05:56 PM IST
SREEJA AKULA

সংক্ষিপ্ত

জন্মদিনেই জয়। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, টেবিল টেনিস বিভাগে মহিলাদের সিঙ্গলসে সাফল্য ভারতের (India)। নিজের জন্মদিনের দিনই জয় হাসিল করলেন সৃজা আকুলা (Sreeja Akula) এবং জায়গা পাকা করলেন রাউন্ড অফ ১৬-এ।

জন্মদিনেই জয়। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, টেবিল টেনিস বিভাগে মহিলাদের সিঙ্গলসে সাফল্য ভারতের (India)। নিজের জন্মদিনের দিনই জয় হাসিল করলেন সৃজা আকুলা (Sreeja Akula) এবং জায়গা পাকা করলেন রাউন্ড অফ ১৬-এ।

কার্যত, দাপট দেখিয়েই সিঙ্গাপুরের প্রতিপক্ষ জিয়ান জেংকে পরাজিত করলেন তিনি। আর সেইসঙ্গে পৌঁছে গেলেন শেষ ষোলোর লড়াইতে। এদিন ২৬ বছর বয়সী এই ভারতীয় তারকা প্রাথমিকভাবে চ্যালেঞ্জের সামনে পড়েন।

তবে প্রথম গেম থেকেই বেশ ভালো লড়াই শুরু করেন সৃজা। কিন্তু পাল্টা খেলায় ফিরে আসেন জিয়ান জেং।

এমনকি, প্রথম গেমে ৯-১১ ব্যবধানে পিছিয়েও পড়েন সৃজা আকুলা। কিন্তু ঐ যে, লড়াই করতে নেমেছেন তিনি ভারতের হয়ে। সেই আত্মবিশ্বাস থেকেই ম্যাচে ফিরে আসেন। দ্বিতীয় গেমটি কার্যত হাড্ডাহাড্ডি হয়। সৃজার চূড়ান্ত লড়াইয়ের সামনে হাড় মানতে বাধ্য হন সিঙ্গাপুরের প্রতিপক্ষ। গেমটি সৃজা জিতে নেন ১২-১০ স্কোরে।

বলা যেতে পারে, ধীরে ধীরে ম্যাচে আধিপত্য বিস্তার করতে শুরু করেন সৃজা। আত্মবিশ্বাসকে সঙ্গী করেই একের পর এক শট খেলতে থাকেন। আর এর ফলেই, জয় হাসিল করেন। তৃতীয় গেমটি সৃজা আকুলা জিতে নেন ১১-৪ ব্যবধানে। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ জয়। পিছিয়ে থেকেও খেলায় ফিরে আসেন তিনি।

চতুর্থ গেমেও যথেষ্ট ভালো পারফর্ম করেন সৃজা। এই গেমটি জিতে নেন ১১-৫ ব্যবধানে। তবে পঞ্চম গেমটি একেবারে দেখার মতো ছিল। টক্কর চলছিল শেয়ানে শেয়ানে। দুরন্ত লড়াই করেন দুই পক্ষই। তবে এই গেমে সৃজা পরাজিত হন ১০-১২ স্কোরে।

কিন্তু তখনও যে অনেক কিছুই বাকি ছিল। ফাইনাল গেমেও লড়াই বেশ জমে ওঠে। কিন্তু অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সৃজা। আজ যেন জিততেই নেমেছিলেন তিনি। শেষপর্যন্ত, ১২-১০ স্কোরে জিতে প্যারিস অলিম্পিক্সে মেয়েদের টেবিল টেনিস বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সসৃজা আকুলা।

রাউন্ড অফ ১৬-র লড়াইতে এবার খেলতে নামবেন এই ভারতীয় তারকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ফের ব্যর্থ শুবমান, দ্বিতীয় টি-২০ ম্যাচে হার ভারতের