শ্যুটিংয়ে রুপো মণীশ নারওয়ালের, প্যারিস প্যারালিম্পিক্সে চতুর্থ পদক ভারতের

Published : Aug 30, 2024, 07:26 PM ISTUpdated : Aug 30, 2024, 07:48 PM IST
Manish Narwal

সংক্ষিপ্ত

প্যারিস প্যারালিম্পিক্সের প্রথম দিন ভারতীয় প্যারা অ্যাথলিটরা পদক জিততে পারেননি। তবে দ্বিতীয় দিনের শুরু থেকেই সাফল্য আসছে। সোনা, রুপো, ব্রোঞ্জ জিতেছেন ভারতীয়রা।

শুক্রবার প্যারিস প্যারালিম্পিক্সের দ্বিতীয় দিন শ্যুটার মণীশ নারওয়ালের হাত ধরে চতুর্থ পদক জিতল ভারত। এদিন পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ ইভেন্টে রুপো জিতলেন মণীশ। এর আগে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ ইভেন্টে সোনা জেতেন অবনী লেখারা। একই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মোনা আগরওয়াল। এরপর শ্যুটিংয়ে তৃতীয় পদক এল। ২৩৪.৯ পয়েন্ট নিয়ে রুপো পেলেন মণীশ। ২৩৭.৪ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন কোরিয়ার জিয়ঙ্গদু জো। দারুণ লড়াই করেও অল্পের জন্য সোনা জিততে পারলেন না মণীশ। এই প্যারা শ্যুটার টোকিও প্যারালিম্পিক্সে ৫০ মিটার পিস্তল এসএইচ১ মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছিলেন। শুক্রবার প্যারালিম্পিক্সে ফের পদক জিতলেন।

শারীরিক সমস্যা দূরে সরিয়ে রেখে সাফল্য মণীশের

এসএইচ১ ইভেন্টে সেই প্যারা অ্যাথলিটরাই যোগ দিতে পারেন যাঁদের শরীরের নিম্নাংশ, হাত বিশেষ কাজ করে না এবং যাঁদের হাত নেই। এই ধরনের শারীরিক সমস্যার মোকাবিলা করে শ্যুটিং বা তীরন্দাজি অত্যন্ত কঠিন। কিন্তু শীতল দেবী, মণীশের মতো প্যারা অ্যাথলিটরা শারীরিক সমস্যা দূরে সরিয়ে রেখে সাফল্য পাচ্ছেন।

২২ বছরেই প্যারালিম্পিক্সে জোড়া পদক

শুক্রবার প্রথম ১০ শটের পর ভালো জায়গায় ছিলেন না মণীশ। তিনি পদক জিততে পারবেন না বলেই ধরে নিয়েছিল সবাই। কিন্তু এরপরেই ছন্দ ফিরে পান এই শ্যুটার। প্যারালিম্পিক্সে রেকর্ড গড়া চিনা শ্যুটার চাও ইয়াংকে পিছনে ফেলে দেন মণীশ। সেই সময় মনে হচ্ছিল তিনি সোনা জিতবেন। কিন্তু শেষ ৮ শটে খুব একটা বেশি পয়েন্ট নিতে পারেননি মণীশ। ফলে তাঁকে ছাপিয়ে যান কোরিয়ার শ্যুটার। তবে সোনা জিততে না পারলেও, মণীশের অসাধারণ লড়াই স্মরণীয় হয়ে থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারিস প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে সোনা অবনী লেখারার, ব্রোঞ্জ মোনা আগরওয়ালের

'সচিন তেন্ডুলকর অনুপ্রেরণা,' ক্রিকেটের কিংবদন্তির সঙ্গে দেখা করে বার্তা মনু ভাকেরের

'১৪০ কোটি ভারতীয় সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন,' প্যারালিম্পিয়ানদের বার্তা প্রধানমন্ত্রীর

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?
IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?