
Tiigers of Mumbai Dangals: ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে (2024 Summer Olympics Paris) ব্রোঞ্জজয়ী আমন সেহরাওয়াতকে (Aman Sehrawat) দলে নিয়েও এবারের প্রো রেসলিং লিগে (Pro Wrestling League 2026) সুবিধা করতে পারল না টাইগারস অফ মুম্বই দঙ্গলস দল। তাঁরা পাঁচ লড়াইয়ের মধ্যে প্রতিটিতেই হেরে এই লিগ থেকে ছিটকে গেল। মোট ১৪টি বাউটে জয় পেলেও, কোনও ম্যাচ জিততে না পারায় পয়েন্ট পায়নি মুম্বই। তারা শূন্য হাতে এই লিগ থেকে বিদায় নিল। আমন ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি চারটি বাউটে লড়াই করতে নেমে প্রতিটিতেই জয় পেয়েছেন। নিজের প্রথম বাউটে ইউপি ডমিনেটরস (UP Dominators) দলের সাগরের বিরুদ্ধে ১৬-১ পয়েন্টে জয় পান। দ্বিতীয় বাউটে মহারাষ্ট্র কেশরী (Maharashtra Kesari) দলের সুমিত মালিককে ১৪-৫ হারিয়ে দেন। নিজের তৃতীয় বাউটে পাঞ্জাব রয়্যালস (Punjab Royals) দলের চিরাগ ছিকারাকে হারিয়ে দেন আমন। এরপর চতুর্থ বাউটে তিনি হরিয়ানা থান্ডার্স (Haryana Thunders) দলের অঙ্কুশ চন্দ্রমকে ১৩-৪ হারিয়ে দেন। কিন্তু সতীর্থরা ভালো পারফরম্যান্স দেখাতে না পারায় এই লিগ থেকে হতাশাজনকভাবে বিদায় নিতে হল আমনকে।
চলতি প্রো রেসলিং লিগে চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে হরিয়ানা থান্ডার্স। তারা তিন ম্যাচে জয় পেয়েছে এবং এক ম্যাচে হেরে গিয়েছে। মোট ২৩টি বাউটে জয় পেয়েছেন এই দলের কুস্তিগীররা। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্র কেশরী দল পাঁচ ম্যাচ খেলে তিন ম্যাচে জয় পেয়েছে এবং দুই ম্যাচে হেরে গিয়েছে। এই দলের কুস্তিগীররা ২৩টি বাউটে জয় পেয়েছেন। তাঁদেরও পয়েন্ট ২৩। তৃতীয় স্থানে থাকা পাঞ্জাব রয়্যালস চার ম্যাচ খেলে তিন ম্যাচে জয় পেয়েছে এবং এক ম্যাচে হেরে গিয়েছে। তারা মোট ১৮টি বাউটে জয় পেয়েছে। তাদেরও পয়েন্ট ছয়। চতুর্থ স্থানে থাকা ইউপি ডমিনেটরস দল চারটি ম্যাচ খেলে দুই ম্যাচে জয় পেয়েছে এবং দুই ম্যাচে হেরে গিয়েছে। তারা ২০টি বাউটে জয় পেয়েছে এবং চার পয়েন্ট পেয়েছে। পঞ্চম স্থানে থাকা দিল্লি দঙ্গল ওয়ারিয়র্স (Delhi Dangal Warriors) দল চারটি ম্যাচ খেলে দুই ম্যাচে জয় পেয়েছে এবং দুই ম্যাচে হেরে গিয়েছে। এই দলের কুস্তিগীররা ১৯টি বাউটে জয় পেয়েছেন। তাঁদের পয়েন্ট চার।
এই লিগে নিজেদের শেষ ম্যাচে দিল্লির কাছে ৩-৬ হেরে গিয়েছে মুম্বই। তারা একমাত্র দল হিসেবে এই লিগে জয় ও পয়েন্ট পেল না। মুম্বই দলের পক্ষে এই ব্যর্থতা বড় ধাক্কা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।