থাকছে মেসি-মারাদোনাকে নিয়ে ছবি, কলকাতায় আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব

Published : Jan 28, 2026, 04:44 PM IST
Messi Offers Milk to Shiv Linga, Chants Har Har Mahadev at Vantara

সংক্ষিপ্ত

International Sports Film Festival of India: কলকাতার সবচেয়ে বিখ্যাত প্রেক্ষাগৃহ নন্দনে হতে চলেছে চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব। এই উৎসবে ১৬ দেশের ৩০টি ছবি দেখানো হবে।

DID YOU KNOW ?
ক্রীড়া চলচ্চিত্র উৎসব
কলকাতায় নানা ধরনের চলচ্চিত্র উৎসব হয়। তবে ক্রীড়া চলচ্চিত্র উৎসবের আকর্ষণ একেবারে আলাদা। এবার সেই উৎসব হতে চলেছে।

Kolkata Sports Film Festival: ১৬ দেশের ৩০টি ছবি। সব ছবিই খেলাকে কেন্দ্র করে। চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবে (International Sports Film Festival of India) এমনই অভিজ্ঞতার সাক্ষী থাকতে চলেছে কলকাতার নন্দন। কলকাতা ক্রীড়াপ্রেমীদের শহর হিসেবে পরিচিত হলেও, এখানে খেলাকে কেন্দ্র করে ছবি বা ক্রীড়া চলচ্চিত্র উৎসব খুব বেশি হয় না। তবে এবার বড় আকারে ক্রীড়া চলচ্চিত্র উৎসব হতে চলেছে। শুধু ফুটবলই নয়, অন্য খেলা নিয়েও তৈরি ছবি, তথ্যচিত্র দেখানো হবে। বাঙালি চলচ্চিত্র পরিচালকদের ছবি যেমন এই উৎসবে জায়গা পেয়েছে, তেমনই বিদেশি পরিচালকদের ছবিও থাকছে। ফলে শেষ শীতের বিকেলে যাঁরা নন্দনে ভিড় জমাবেন, তাঁরা অন্যরকম ছবির স্বাদ পেতে চলেছেন। এই চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৪ ফেব্রুয়ারি, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বড়পর্দায় মেসি-মারাদোনা

লিওনেল মেসি (Lionel Messi) আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক হওয়ার পর প্রথমবার কলকাতায় এসেছিলেন। সম্প্রতি তিনি দ্বিতীয়বার এই শহরে পা রাখেন। তাঁর খেলা দেখেছে এই শহর। এবার বড়পর্দায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে দেখা যাবে। তাঁকে নিয়ে তৈরি ছবি এই চলচ্চিত্র উৎসবে দেখা যাবে। 'মেসি' নামে এই ছবির পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি দিয়েগো মারাদোনাও (Diego Maradona) একাধিকবার কলকাতায় এসেছেন। তাঁকে নিয়ে তৈরি এক তথ্যচিত্র এই চলচ্চিত্র উৎসবে দেখা যাবে। তবে শুধু মেসি-মারাদোনাকে নিয়ে তৈরি ছবিই নয়, এই চলচ্চিত্র উৎসবে আরও অনেক ধরনের ছবি দেখা যাবে।

বিশ্বকাপের বছরে ক্রীড়া চলচ্চিত্র উৎসব

২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল (2006 FIFA World Cup) হয়েছিল জার্মানিতে। সেবার বিশ্বকাপ শুরু হওয়ার আগে নন্দনেই এক বিশেষ চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়েছিল। সেই চলচ্চিত্র উৎসবে শুধু ফুটবল নিয়ে ছবি দেখানো হয়েছিল। এবার জুনে বিশ্বকাপ ফুটবল (2026 FIFA World Cup) হতে চলেছে। তার আগে ফের সেই নন্দনেই ক্রীড়া চলচ্চিত্র উৎসব হতে চলেছে। ফলে ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে সাড়া পাওয়া যাবে বলে আশায় আয়োজকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩০
ক্রীড়া চলচ্চিত্র উৎসবে ১৬ দেশের ৩০ ছবি থাকছে।
আগামী সপ্তাহে কলকাতার নন্দনে শুরু হতে চলা ক্রীড়া চলচ্চিত্র উৎসবে ১৬ দেশের ৩০ ছবি দেখানো হবে।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি-২০: টিম সিফার্টের ঝোড়ো অর্ধশতরান, ভারতের টার্গেট ২১৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬: 'পাকিস্তান খেলবে কি না ঠিক করুক, আমরা তৈরি,' ব্যঙ্গ আইসল্যান্ড ক্রিকেটের